৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের ট্রেনে ওঠানামায় যাতে অসুবিধা না হয়, সেইজন্য লোয়ার বার্থ অর্থাৎ, নিচের আসনের সুবিধা দেওয়া হয়।
এই সুবিধা ট্রেনের স্লিপার, এসি ৩ টায়ার এবং এসি ২ টায়ার বগিতে পাওয়া যায়। ট্রেন ছাড়ার পরেও যদি নিচের আসন খালি থাকে, তাহলে তা বয়স্কদের দেওয়া হয়। এর ফলে, বয়স্কদের আর আসন পরিবর্তন করার জন্য কাউকে অনুরোধ করতে হবে না।