
Train Luggage Limits: বিমানে ভ্রমণের সময় আমরা ব্যাগের ওজন নিয়ে খুব সচেতন থাকি। কারণ বিমানে নির্ধারিত ওজনের বেশি হলে অতিরিক্ত চার্জ গুণতে হয়। তাই প্রায়ই ব্যাগের ওজন পরীক্ষা করি যাতে অতিরিক্ত ওজনের জন্য অর্থ দিতে না হয়। বিমানের মতো ট্রেনেও বিভিন্ন ক্লাসে ব্যক্তিপিছু মালপত্রের সীমা নির্ধারিত। যদি লাগেজ সীমার বেশি হয় তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন।
ট্রেনে লাগেজ নিয়ে যাওয়ার নির্দেশিকা
১) যদি ফার্স্ট এসি কোচে টিকিট বুক করেন, তাহলে আপনি ৭০ কেজি পর্যন্ত লাগেজ বিনামূল্যে নিতে পারবেন। এছাড়াও, ফার্স্ট এসিতে ভ্রমণকারীদের জন্য রেলওয়ে অতিরিক্ত ১৫ কেজি লাগেজ বহনের সুবিধা দেয়।
২) সেকেন্ড ও থার্ড এসির ক্ষেত্রে, সেকেন্ড এসিতে ৫০ কেজি এবং থার্ড এসিতে ৪০ কেজি লাগেজ বহন করতে পারবেন। অতিরিক্ত ১০ কেজি লাগেজের জন্য রেলওয়ে ছাড় দেয়। এর বেশি লাগেজের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।
৩) স্লিপার কোচে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যায়। অতিরিক্ত ১০ কেজি লাগেজের জন্য কোন চার্জ লাগে না। জেনারেল ডিব্বায় কেবল ৩৫ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যায়।
অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে করণীয়
বিমানবন্দরের মতো রেলওয়ে স্টেশনেও লাগেজ কাউন্টার আছে। সেখানে লাগেজের ওজন পরীক্ষা করতে পারেন। যদি ওজন বেশি হয়, তাহলে লাগেজ কম করুন অথবা নির্ধারিত চার্জ প্রদান করুন। যদি অতিরিক্ত লাগেজ নিয়ে ট্রেনে ভ্রমণ করেন এবং ধরা পড়েন, তাহলে অনেক টাকা জরিমানা দিতে হতে পারে।