এবার ৫০ লক্ষ পেরিয়ে গেল দেশের মোট সংক্রমণ, ফের ৯০ হাজারের উপরে দৈনিক আক্রান্ত

 

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  ৯০ হাজার ১২৩ জন
  • করোনায় একদিনে প্রাণ হারালেন ১,২৯০ জন
  • দেশে মৃতের সংখ্যা ৮২ হাজার পার করেছে
  • তবে সুস্থতার হার এখন বেড়ে ৭৮.৫২ শতাংশ

ফের ৯০ হাজারের উপরে উঠল দৈনিক সংক্রমণ। গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক সংক্রমণ ৯০ হাজারের উপরে থাকছিল। মঙ্গলবার তা কমে ৮৩ হাজার হয়। তাতেই আশার আলো জাগছিল দেশবাসীর মনে। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই পরিস্থিতি সেই আগের রূপ নিল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের অবস্থান। 

 

Latest Videos

দৈনিক আক্রান্তের মত দৈনিক মৃতের সংখ্যাও এদিন বেড়েছে। গত কয়েকদনি ১,১০০ উপরে থাকছিল দৈনিক মৃতের সংখ্যা। এবার তা ১,২০০ পার করল।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১,২৯০ জন। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ০৬৬। 

তবে এসবের মধ্যে অবশ্য আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৩৯  লক্ষ ৪২  হাজার ৩৬১ জন। ফলে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৯  লক্ষ ৯৫ হাজার ৯৩৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশে নতুন আক্রান্তের হার এবং সুস্থতার হারের মধ্যে ব্যবধান প্রতিদিন বাড়ছে। দেশে মৃত্যুর হার বর্তমানে ১.৬৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৮.৫২ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২,৯৬১ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ১৬ হাজার ৮৪২টি।  ভারতে এখনও পর্যন্ত মোট ৫ কোটি ৯৪  লক্ষ ২৯  হাজার ১১৫ টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে। এর ফলে দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ভারতে ছিল ৮.০১ শতাংশ। দেশে মোট  করোনা টেস্টে বিপরীতে আক্রান্তের হার ৮.৪৪ শতাংশ। তবে সংক্রমণের হার যত দিন না পাঁচ শতাংশের নীচে আসবে, তত দিন করোনার ওপরে কাবু আসবে না বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

 

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দেশে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ পার করেছে। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম সেই মহারাষ্ট্র। এরপরে যথাক্রমে রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, তেলেঙ্গানা, অসম, পশ্চিমবঙ্গ ।


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News