মাঝ আকাশে দুর্যোগের কবলে ইন্ডিগো বিমান, মৃত্যুর মুখ থেকে ফিরে এল তৃণমূলের পাঁচ সদস্যের দল

Published : May 22, 2025, 07:29 AM IST
indigo

সংক্ষিপ্ত

দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানে প্রবল দুর্যোগের কবলে পড়ে প্রায় ২০০ জন যাত্রী। বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও, জরুরি অবতরণে সকলে প্রাণে বেঁচে যান। তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও ছিলেন এই বিমানে।

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বহু মানুষ। দুর্যোগের কবলে পড়ে উড়ে গিয়েছে ইন্ডিগো বিমানের সামনের অংশ। সেই অবস্থায় কোনও রকমে বাঁচল প্রাণ। মাঝআকাশে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যাত্রীবাহী বিমান। দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিল। বাইরে তুমুল দুর্যোগের জেরে মাঝআকাশে বিমানটির ভিতর প্রবল ঝাঁকুনি শুরু হয়। যার যেতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণভয়ে চিৎকার শুরু করেন অনেকে। শুরু হয় আতঙ্ক। সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। জরুরি পরিস্থিতিতে বিমানটি অবতরণ করা হয়। প্রাণে বেঁচে যান সকলে।

এদিন এই যাত্রীদের তালিকায় ছিলেন তৃণমূলের পাঁচ সদস্য। তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি থেকে Indigo 6E2142 বিমানে রওনা দেয়। তারা দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল। ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানুস ভুঁইয়া ও মামতাবালা ঠাকুর ছিলেন এই দলের সদ্যের তালিকায়।

 

 

সংঘাতের আবহে পাকিস্তান থেকে গোলাগুলিতে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জম্মু ও কাশ্মীর যাচ্ছিল এই দলটি। ইন্ডিগো বিমানে চেপে রওনা দিয়েছিল তারা। সেই বিমানটি দুর্যোগের কবলে পড়ে। সেই পরিস্থিতিতে বেঁচে ফেরে তারা।

মাঝআকাশে প্রবল দুর্যোগের মধ্যে পড়ে বিমানটি। বাইকে ঝড় বৃষ্টির জেরে বিমানের ভিতরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সকলে চিৎকার শুরু করে। প্রাকৃতিক দুর্যোগের জেরে বিমানটি সামনের অংশের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দুই পাইলট এটিসি-ক সঙ্গে যোগাযোগ করে। জরুরি অবতরণ করে।

সেই মুহূর্তের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান সাগরিকা। তিনি বলেন, মৃত্যকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হল। মনে হচ্ছিল সব শেষ হয়ে গিয়েছে। লোকজন চিৎকার করছিলেন, প্রার্থনা করছিলেন। চোখেমুখে আতঙ্ক ফুটে উঠছিল সকলের। পাইলটকে সেলাম, যিনি আমাদের ওই পরিস্থিতি থেকে বের করে এনেছেন। নেমে দেখলাম বিমানের নাকের অংশ উড়ে গিয়েছ।

 

 

শেষ পর্যন্ত অবশ্য সন্ধে সাড়া ছটা নাগাদ নিরাপদেই শ্রীনগরে অবতরণ করে। এই ঘটনা মুহূর্তে হয়েছে ভাইরাল। ভাইরাল হয়েছে বিমানের ভিতরের ভিডিও। সঙ্গে প্রকাশ্যে এসেছে বিমানের ছবি। মাঝ আকাশে যে এমন হতে পারে তা কেউ আন্দাজ করতে পারেনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বহু মানুষ। সেই তালিকায় ছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত