সঙ্কটে কি ইনফোসিস, একদিনেই ধস সংস্থার শেয়ারে

  •  ইনফোসিসের শেয়ারের ব্যাপক পতনের সম্ভাবনা 
  • মঙ্গলবার ইনফোসিসের শেয়ারের ১৭ শতাংশ পতন 
  • ছয় বছরে ইনফোসিসের শেয়ারে সব থেকে বড় ধস 
  • ইনফোসিসের ৫৩ হাজার কোটি টাকার সম্ভাবনা

debojyoti AN | Published : Oct 22, 2019 12:51 PM IST

ইনফোসিসে শেয়ারের দাম একদিনে ১৭ শতাংশ কমে গেল। গত ছয় বছরে শেয়ারের মূল্য কোনওদিন এত কমেনি। এর জেরে ইনফোসিসের  এর ফলে ইনফোসিসের প্রায় ৫৩ হাজার কোটি টাকার ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।  এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ খোলা মাত্রই ইনফোসিসের শেয়ার ১০ শতাংশ পড়ে দাঁড়ায় ৬৯১ টাকায়। কিছুক্ষণের মধ্যেই ১৫.৯৪ শতাংশ পড়ে দাঁড়ায় ৬৪৫.৩৫ টাকায়। এর আগে ২০১৩ সালে ইনফোসিসের শেয়ারে এমন পতন হয়। 

ইনফোসিসের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে সংস্থার শীর্ষস্থানীয় কর্মীদের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আসছিল।  ইনফোসিসের সিইও সলিল পারেখের বিরুদ্ধে আর্থিক তছরুপে যুক্ত হয়ে অনৈতিকভাবে মুনাফা অর্জনের অভিযোগ উঠেছে।  অনেকগুলো অভিযোগের মধ্যে এক কর্মীর আমেরিকা ভ্রমণ সম্পর্কিত একটি অভিযোগ রয়েছে।  ইনফোসিসের শীর্ষস্থানীয় কর্মীদের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি অভিযোগের জন্য শেয়ারের দাম কমে গিয়েছে বলে মনে করা হয়েছে। 

Latest Videos

সোমবার এক বিবৃতিতে ইনফোসিসের তরফে জানানো হয়েছে, সমস্ত অভিযোগ অডিট কমিটির কাছে রাখা হয়েছে। ইনফোসিসের নীতি মেনে অভিযুক্তদের বিরুদ্ধ উপযুকিত ব্যবস্থা নেওয়া হবে। ইনফোসিসের সিইওয়ের বিরুদ্ধে অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সোমবারের আগে পর্যন্ত ইনফোসিসের শেয়ার চলতি বছর ১৬.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ
ভক্তরা মজলেন অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দীতে! #shorts #shortsvideo #shortsviral #shortsyoutube
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari
'অন্য রাজ্য হলে ফিরহাদের কোমরে দড়ি...' মেদিনীপুরে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari |