যুদ্ধ শেষ, হায়দরাবাদ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত চালকের মৃত্যু

  • হায়দরাবাদের ট্রেন দুর্ঘটনায় লোকাল ট্রেনের চালেকর মৃত্যু হয়েছে
  • তিনি স্থানীয় একটি  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 
  • ১১ নভেম্বর সকালে হায়দরাবাদের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ হয় 
  • প্রায় আট ঘণ্টা ওই চালক নিজের কেবিনে বন্দি ছিলেন 
     
Tamalika Chakraborty | Published : Nov 17, 2019 3:52 AM IST

তেলেঙ্গানায় হায়দরাবাদের কাছে একটি লোকাল ট্রেনের সঙ্গে এক্সপ্রেস  ট্রেনের সংঘর্ষে লোকাল ট্রেনের চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  ১১ নভেম্বর  হায়দরাবাদে লিনগামপাল-ফলকনামার সঙ্গে কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি এক্সপ্রেসের সংঘর্ষ হয়। সেই সময় লোকাল ট্রেনের চালক আটকে পড়ে। উদ্ধারকর্মীদের তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হয়।  অতি কষ্টে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় ওই চালককে। সেখানেই শনিবার রাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

গত সোমবার সকালে  ট্রেনের সংঘর্ষে লোকাল ট্রেনের চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  ১১ নভেম্বর  হায়দরাবাদে লিনগামপাল-ফলকনামার সঙ্গে কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি  নামের লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। প্রায় আটঘণ্টা  লোকাল ট্রেনের চালক গুরুতর আহত  অবস্থায় আটকে ছিলেন। কোনওভাবেই তাঁকে  উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন উদ্ধারকর্মীদের সংস্থার চেষ্টায় আট ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের আগে পর্যন্ত তাঁর কাছে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছিল। আটক অবস্থায় তাঁর কাছে উদ্ধারকর্মীরা পানীয় জল পাঠানোর চেষ্টা করেন। কোনও কিছুতেই কোনও লাভ হয় না। 

Latest Videos


১১ নভেম্বর  সকালে হায়দরাবাদে লিনগামপাল-ফলকনামার সঙ্গে কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি এক্সপ্রেসের সংঘর্ষ হয়। লিনগামপাল-ফলকনামার তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়।  দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের জন্য ছুটে আসে। পরে উদ্ধারকর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করে। দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায়  ১৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে  এই ট্রেন দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts