সিবিআই হানা দিল বাড়িতে, সুপ্রিম কোর্টে দরজায় দরজায় ঘুরে খালি হাতে ফিরলেন চিদাম্বরম

আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করার কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন অর্থমন্ত্রীর দিল্লির বাড়িতে হানা দিল সিবিআই-এর একটি দল। কিন্তু, তারা আসার কিছু আগেই চিদম্বরম রওনা হন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে। কিন্তু শীর্ষ আদালত থেকেও খালি হাতেই ফিরতে হল তাঁকে।

 

আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করার কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন অর্থমন্ত্রীর দিল্লির বাড়িতে হানা দিল সিবিআই-এর একটি দল। কিন্তু, তারা আসার কিছু আগেই চিদম্বরম রওনা হন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে। কিন্তু শীর্ষ আদালত থেকেও খালি হাতেই ফিরতে হল তাঁকে।

চিদম্বরম একা ছিলেন না। কংগ্রেস নেতাকে বাঁচাতে কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সাংভি, সলমন খুরশিদ-সহ আইনজীবীদের পুরো এক বাহিনী এসে হাজির হয় সুপ্রিম কোর্টে।  প্রথমে এসে পৌঁছান সিব্বলই। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর সঙ্গে একটিবার কথা বলার জন্য, চিদম্বরমের সঙ্গে তাঁকে দেখা যায় উর্ধ্বশ্বাসে একের পর এক করিডোরে দৌড়াদৌড়ি করতে।

Latest Videos

পরে আদালতেই একটি ঘরে সাংভি, খুরশিদরা এসে হাজির হন। হাইকোর্টে চিদম্বরমের পক্ষে দাঁড়ানো দয়ান কৃষ্ণাণও একটু পরে এসে হাজির হন সেখানে। তবে তারপরেও এদিন রাতের মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেননি চিদম্বরম। সিব্বল জানিয়েছেন, বুধবার সকালে ১০.৩০-র মধ্যে তাঁরা মামলাটি উপযুক্ত বেঞ্চে শোনাবেন।

তবে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি গগৈকে পাবেন না চিদম্বরম পক্ষ। কারণ অযোধ্যা মামলার শুনানির জন্য সাংবিধানিক বেঞ্চে হাজির থাকবেন তিনি। আর তার সঙ্গেই একই মামলার শুনানিতে ব্যস্ত থাকবেন, সুপ্রিম কোর্টে সিনিয়রিটিতে প্রধান বিচারপতির পরেই থাকা এসএ বোরদেও। তাই তৃতীয় সিনিয়র বিচারপতি এনভি রামানার বেঞ্চেই তাঁরা বিষয়টি তুলবেন। তবে দিল্লি হাইকোর্টের নির্দেশনামা এখনও তাঁদের হাতে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন সিব্বল।
   

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari