
পৃথিবী জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল কোভিড মাহামারি। Covid-থেকে বাঁচতে ভ্য়াকসিন দিয়েছিল সারা দেশবাসী। কেউ কেউ একটা, কেউ আবার বুস্টারও নিয়েছেন। আবার অনেকেই নেননি কোভিড ভ্যাকসিন।
এই ভ্যাকসিনের কারণেই নাকি অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে বারতে মৃত্যুর হার। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কোনও উপসর্গ ছাড়া মানুষের মৃত্যুর হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। কোভিড টিকাপ্রাপ্ত মানুষের মৃত্যুর রেট অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই নিয়ে একটি জরুরি সতর্কবার্তাও জারি করেছে AIMS। ইমিউনোথেরাপি নামে একটি জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী জানা গিয়েছে যে ভারত কোভিড টিকা চলাকালীন ফাইজার ও মডার্না জাতীয় রোগ প্রতিরোধক টিকাকে অনুমোদন দেয়নি। ফলে, mRNA ইঞ্জেকশন চালু করেনি ভারত যার ফলে কোভিড পরবর্তী অবস্থা মোকাবিলা করা এত কঠিন হয়ে পড়েছে।
এবং গবেষণায় কোভিড ইঞ্জেকশন নেওয়ার ফলে উল্লেখযোগ্য রোগীর মৃত্যুর কথাও উল্লেখিত রয়েছে। ফলত ভারতে এমন কিছু মৃত্যু হচ্ছে যার কোনও কারণ নেই। যেহেতু mRNA ইঞ্জেকশন চালু করেনি ভারত তাই ভারতের কোভিড মোকাবিলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।