Iran-Israel conflict: 'অবিলম্বে তেহরান ছাড়ুন,' নাগরিকদের বার্তা ভারতীয় দূতাবাসের

Published : Jun 17, 2025, 12:10 PM ISTUpdated : Jun 17, 2025, 12:48 PM IST
Israeli airstrikes in Tehran

সংক্ষিপ্ত

Israel-Iran War: গাজায় (Gaza) বেশ কিছুদিন ধরেই সংঘর্ষ চলছে। এবার ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও (USA) ইরানকে হুঁশিয়ারি দেওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ-আশঙ্কা দেখা যাচ্ছে।

Indian Embassy on Israel-Iran conflict: ইজরায়েল-ইরান যুদ্ধের (Iran-Israel conflict) পরিপ্রেক্ষিতে সতর্কবার্তা দিল ভারতীয় দূতাবাস (Indian Embassy)। ভারতের যে সব নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা (Persons of Indian Origin) এই মুহূর্তে তেহরানে (Tehran) আছেন, তাঁদের অবিলম্বে এই শহর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ জায়গায় যাওয়ার ক্ষেত্রে সাহায্য করা সম্ভব হচ্ছে না। যাঁদের পক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী তেহরান ছেড়ে চলে যাওয়া সম্ভব, তাঁদের সেই পন্থা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই ইরানের রাজধানী শহরে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। এই কারণেই ভারতীয় নাগরিকদের তেহরান ছাড়ার বার্তা দেওয়া হয়েছে।

ভারতীয় নাগরিকদের যোগাযোগ রাখার বার্তা

তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জরুরি বার্তায় বলা হয়েছে, যে নাগরিকরা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা কোথায় আছেন, সেই তথ্য ভারতীয় দূতাবাসকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে তাঁদের ফোন নাম্বারও ভারতীয় দূতাবাসকে জানাতে বলা হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তিনটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারগুলি হল +৯৮৯০১০১৪৪৫৫৭, +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯। মঙ্গলবার ইজরায়েল-ইরান যুদ্ধের পঞ্চম দিন। দুই দেশই একে অপরকে আক্রমণ করে চলেছে। এই যুদ্ধে ভারত নিরপেক্ষ অবস্থান নিলেও, দুই দেশেই অনেক ভারতীয় নাগরিক আছেন। এই কারণে সতর্ক ভারতীয় দূতাবাস। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইজরায়েলের সেনাবাহিনীর হামলায় ২২৪ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশ নাগরিকই সাধারণ মানুষ। ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের হামলায় ২৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ৩,০০০ নাগরিককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে ইজরায়েল

ইরান ছাড়ছেন ভারতীয়রা

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকরা ইরান ছাড়তে শুরু করেছেন। সোমবার গভীর রাতে ১১০ জন ভারতীয় নাগরিক ইরান ছেড়ে আর্মেনিয়ায় (Armenia) চলে গিয়েছেন। ইরানে ১০,০০০ ভারতীয় পড়ুয়া আছেন। তাঁদের নিরাপদ জায়গায় চলে যেতে সাহায্য করার জন্য ইরান সরকারকে অনুরোধ করেছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে ভারতীয়রা আজারবাইজান (Azerbaijan), তুর্কমেনিস্তান (Turkmenistan) ও আফগানিস্তানে (Afghanistan) চলে যেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!