
Israel-Iran War Situation: যস্মিন দেশে যদাচার। ইজরায়েলে (Israel) থাকতে থাকতে সেখানকার পরিস্থিতির সঙ্গে শুধু মানিয়েই নেননি, সেদেশের মানুষের মতোই হয়ে উঠেছেন ভারতীয়রা। তাঁদেরই একজন তেলঙ্গানার (Telangana) নিজামাবাদের (Nizamabad) আদি বাসিন্দা সোমা রবি। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে তেল আভিভে (Tel Aviv) আছেন। সেখানে তিনি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করার কাজ করেন। এখন ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতেও (Israel-Iran War) এই কাজ চালিয়ে যাচ্ছেন সোমা। তিনি জানালেন, অন্যান্য ভারতীয়রাও স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। যুদ্ধের কারণে কিছুটা সতর্ক থাকতে হচ্ছে। ইজরায়েল সরকারের পক্ষ থেকে যখন সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তখন সবাই নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। তারপর আবার সবাই কাজে ফিরছেন। এছাড়া রোজকার জীবনে আর কোনও বদল হয়নি।
সোমা জানালেন, 'এখন ইজরায়েলে ৩০ হাজারেরও বেশি ভারতীয় আছেন। আমি তেল আভিভে অনেক বছর ধরে আছি। আমি কেয়ারগিভারের কাজ করি। আমরা যুদ্ধ পরিস্থিতিতে অভ্যস্ত। এর আগে যখন হামাস (Hamas), হিজবুল্লা (Hezbollah), হুথিরা (Houthis) হামলা চালিয়েছিল, তখন বিশেষ কিছু হয়নি। এবার ইরানের সঙ্গে যুদ্ধ চলছে। ইরান একটু বেশি শক্তিশালী দেশ বলে এবার বেশি ক্ষেপণাস্ত্র আসছে, বেশি শব্দ হচ্ছে। ইজরায়েল সরকারের পক্ষ থেকে যখনই সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তখনই আমরা বাঙ্কারে চলে যাচ্ছি। ১০-১৫ মিনিট পর আবার বেরিয়ে এসে কাজে যাচ্ছি। রোজ তিন-চারবার করে এভাবে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে।'
সোমা জানালেন, 'কবে যুদ্ধ থামবে, শান্তি ফিরবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে যা শুনছি, চলতি মাসের শেষদিকে যুদ্ধ থেমে যেতে পারে। তবে আমরা এই পরিস্থিতিতে অভ্যস্ত। ফলে কোনও সমস্যা নেই।'
ইজরায়েলের বাত ইয়াম (Bat Yam) শহরে আছেন বাঙালি দম্পতি কথা ভট্টাচার্য ও সম্পত সেনগুপ্ত। কথা জানালেন, 'আমরা ঠিক আছি। এখন গত ৩৮ ঘন্টা সব চুপচাপ। এর পর কী হবে তা অবশ্য জানি না। আমাদের বাড়িতেই বাঙ্কার আছে। তাই এখন বাড়িতেই আছি। লাইফ তেমন অ্যাফেক্টেড নয় আমাদের। তবে যাদের বাঙ্কার নেই তারা পাবলিক শেল্টারে থাকছে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।