ইসরোয় ১৮২টি শূন্যপদ, বিজ্ঞান না পড়েও অনলাইনে আবেদনে মিলবে স্বপ্নের চাকরি

চন্দ্রযান ২ অভিযান থেকেই ইসরো নিয়ে ভারতীয়দের মনে দারুণ আকর্ষণ তৈরি হয়েছে।

ইসরোর এই দারুণ কর্মযজ্ঞে সামিল হতে চান অনেকেই।

তার সুযোগও দিচ্ছে ভারতের মহাকাশ  গবেষণা কেন্দ্র।

১৮২টি শূন্যপদ রয়েছে, বিজ্ঞান না জানলেও চলবে।

 

২০১৯ সালে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল ইসরোর চন্দ্রযান ২ অভিযান। এই বছর প্রস্তুতি চলছে গগনযান অভিযানের। এইরকম সব অভিযানের অংশ হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। তাঁদের জন্য রয়েছে সুখবর। মোট ১৮২টি শূন্যপদে লোক নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। এরমধ্যে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-এর মতো পদ যেমন রয়েছে, তেমনই ফায়ারম্যান বা ড্রাইভারের পদ-ও রয়েছে, যেগুলির জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা বাধ্যতামূলক নয়। ৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ইসরোর সরকারি ওয়েবসাইট isro.gov.in -এ এই নিয়োগের জন্য প্রার্থীদের কিছু শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। প্রার্থীদের এসএসএলসি / এসএসসি / ম্যাট্রিক এবং আইটিআই / এনটিসি / এনএসি পাস হতে হবে। এগুলি ছাড়াও ইসরো-তে চাকরি পেতে গেলে কী কী অতিরিক্ত যোগ্যতা চাওয়া হচ্ছে তা নিচে দেওয়া হল -

Latest Videos

টেকনিশিয়ান-বি (শূন্যপদ - ১০২): দশম শ্রেনি পাস ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বাণিজ্যে আইটিআই / এনসিভিটি সার্টিফিকেট

ড্রাফটসম্যান-বি (শূন্যপদ - ৩): দশম শ্রেণি পাস ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বাণিজ্যে আইটিআই / এনসিভিটি সার্টিফিকেট

টেকনিকাল অ্যাসিসট্যান্ট (শূন্যপদ - ৪১): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বাণিজ্যে প্রথম বিভাগে ডিপ্লোমা প্রাপ্ত

লাইব্রেরি অ্যাসিসট্যান্ট (শূন্যপদ - ৪): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান / গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি প্রাপ্ত

সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (শূন্যপদ - ৭): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি

হিন্দি টাইপিস্ট (শূন্যপদ - ২): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং হিন্দি টাইপ করার গতি প্রতি মিনিটে ২৫ শব্দ

ক্যাটারিং অ্যাটেন্ডেন্ট-এ (শূন্যপদ - ৫): স্বীকৃত স্কুল থেকে দশম শ্রেণি উত্তীর্ণ

রাঁধুনি (শূন্যপদ - ৫): যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ

ফায়ারম্যান-এ (শূন্যপদ - ৪): স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ

হালকা যানবাহন চালক (শূন্যপদ - ৪): দশম শ্রেণিতে পাস, এলএমভি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন

ভারী যানবাহন চালক (শূন্যপদ - ৫): দশম শ্রেণি উত্তীর্ণ, এইচএমভি লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari