ফের নজির গড়ল ইসরো, সবচেয়ে শক্তিশালী ক্যামেরা নিয়ে মহাকাশে পাড়ি নজরদারি কার্টোস্যাট-থ্রির

Published : Nov 27, 2019, 10:31 AM ISTUpdated : Nov 27, 2019, 02:47 PM IST
ফের নজির গড়ল ইসরো, সবচেয়ে শক্তিশালী ক্যামেরা নিয়ে মহাকাশে পাড়ি  নজরদারি  কার্টোস্যাট-থ্রির

সংক্ষিপ্ত

মহাকাশে নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-থ্রি এতে রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী ক্যামেরা উপহগ্রহটি মহাকাশে পাঠাল ইসরো আরও ১৩টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠান হয়েছে

ফের ইসরোর টুপিতে নতুন পালক। এবার মহাকাশে নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-থ্রি উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় এই উপগ্রহটির। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএসভি সি-থার্টি সেভেন করে রওনা দেয় কার্টোস্যাট-থ্রি। 

 

অত্যাধুনিক এই নজরদারি উপগ্রহের সাহায্যে শত্রুপক্ষের উপর নজরদারি চালান যাবে এতে রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী ক্যামেরা। এর সাহায্যে আবহাওয়ার গতিপ্রকৃতির হাল হকিকতও জানা যাবে। তেমনি দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কার্টোস্যাট-থ্রি। 

ইসরোর চেয়ারম্যান কে শিভন এই উপগ্রহটি সম্পর্কে  জানান, ‘‘দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতেই কার্টোস্যাট সিরিজের এই উন্নত সংযোজন। ভারতীয় সেনাবাহিনীর কাছে শত্রুঘাঁটির গোপন খবর পৌঁছে দেবে এই উপগ্রহ। কড়া নজরদারি চালাবে সীমান্তেও।’’

 

বুধবার কার্টোস্যাট-থ্রি ছাড়া আরও ১৩টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। এই ন্যানো স্যাটেলাইট উপগ্রহগুলি আমেরিকার। 

PREV
click me!

Recommended Stories

এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু
দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী