বরফ ঢাকা লাদাখে পাহাড়ে চড়ল ১৩টা টিম, চলল প্রতিযোগিতা, দেখুন মন ভাল করা ছবি

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আইটিবিপি দ্বারা আয়োজিত এই ইভেন্টে ১৩টি দলের শতাধিক পর্বতারোহী অংশগ্রহণ করেছে।
প্রতিবেদন অনুসারে, প্রতিযোগিতাটি লাদাখ মাউন্টেনিয়ারিং গাইড অ্যাসোসিয়েশন (এলএমজিএ) এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল।

যেদিকে নজর যায় শুধু বরফ, ধু ধু বালিয়াড়ির মত বরফ সাদা পাহাড়। কনকনে ঠান্ডা আর সূঁচ ফোটানোর মত শীতল হাওয়া। তবে তাকে থোড়াই কেয়ার। অদম্য উৎসাহ আর মনোবল নিয়ে বরফে ঢাকা খাড়াই পাহাড় বেয়ে উঠতে শুরু করল শতাধিক ছেলে মেয়ে, লক্ষ্য চূড়ায় পৌঁছোন। রবিবার লাদাখে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) সৌজন্যে আয়োজন করা হয়েছিল ক্লাইম্বিং কম্পিটিশন (climbing competition in Ladakh) বা পাহাড়ে চড়ার প্রতিযোগিতা। 

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আইটিবিপি দ্বারা আয়োজিত এই ইভেন্টে ১৩টি দলের শতাধিক পর্বতারোহী অংশগ্রহণ করেছে। প্রতিবেদন অনুসারে, প্রতিযোগিতাটি লাদাখ মাউন্টেনিয়ারিং গাইড অ্যাসোসিয়েশন (এলএমজিএ) এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল। পরে আইটিবিপির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই প্রতিযোগিতার ছবি শেয়ার করা হয়। 

Latest Videos

শনিবার আইস ওয়াল ক্লাইম্বিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুর এই অনুষ্ঠানে অংশ নেন। একটি দুই মিনিটের ভিডিওতে রাধা কৃষ্ণ মাথুরের উদ্বোধনী বক্তব্যের পর প্রতিযোগিতা শুরু হতে দেখা যায়। ভিডিওতে বেশ কয়েকজন পর্বতারোহীকে সঠিক সরঞ্জাম ব্যবহার করে প্রাচীর মাপতে ও হিমাঙ্কের তাপমাত্রা সহ্য করতে দেখা গেছে। ১৯৭৬ সালের চলচ্চিত্র 'রকি'-এর সাউন্ডট্র্যাকটি ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে।

কিছুদিন আগেই নজরকাড়া সাফল্য ঝুলিতে আসে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) পর্বতারোহী দলের। পুশ আপ (Push ups) থেকে ট্রেকিং করে কাংরি পর্বতের (Mount Karzok Kangri) চূড়ায় ওঠা- আইটিবিপির দামাল জওয়ানদের ছবি মন জয় করে নেয় সোশ্যাল মিডিয়ার। একের পর এক ভিডিও ভাইরাল হয়। 

৫৫ বছর বয়সী পর্বতারোহী কমান্ড্যান্ট রতন সিং সোনালের (55-year-old mountaineer Commandant Ratan Singh) নেতৃত্বে দলটি লাদাখে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৭,৫০০ ফুট ওপরে একসঙ্গে ৬৫টি পুশ-আপ করেন। বলাই বাহুল্য, সেই ভিডিওটি ভাইরাল হয় নেট পাড়ায়। ছয়জন আইটিবিপি জওয়ানদের টিমে নেতৃত্ব দিয়েছিলেন কমান্ড্যান্ট রতন সিং সোনাল এবং ডেপুটি কমান্ড্যান্ট অনুপ নেগি। এখানে উল্লেখ্য, এই দলটির সঙ্গে কোনো বিশেষ পর্বতারোহণের সরঞ্জাম এবং সাপোর্ট সিস্টেম ছিল না। আইটিবিপি পর্বতারোহীর দলের এটাই ছিল প্রথম কার্জোক কাংরি পর্বত জয়। 

পর্বতারোহী কমান্ড্যান্ট রতন সিং সোনালের নেতৃত্বে ITBP-এর ছয় জন পর্বতারোহীর দল লাদাখে অবস্থিত ২০,১৭৭ ফুট উঁচু শৃঙ্গ জয় করে। ITBP জওয়ানরা উত্তরাখণ্ডের বরফে আবৃত এলাকায় টহল দেয়। ভারতীয় সেনাবাহিনীর এই বিভাগকে সম্প্রতি উত্তরাখণ্ডের ১৫ হাজার ফুট উচ্চতায় সাব জিরো তাপমাত্রায় টহল দিতে দেখা গেছে।

Share this article
click me!

Latest Videos

এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
Suvendu Adhikari : 'চিকিৎসা করাতে ভারতে আসবেন না' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
বাংলায় দেব দেবীর মূর্তি ভাঙার অভিযোগ তুলে বিধানসভা ওয়াক আউট শুভেন্দুদের, দেখুন ভিডিও | BJP Walk Out