
Jammu Kashmir Flash Flood : জম্মু-কাশ্মীরের ধর্মকুণ্ড ও রামবন এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে চেনাব নদী ভয়ানক রূপ ধারণ করেছে। টানা বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের
জম্মু-কাশ্মীরের ধর্মকুণ্ড ও রামবন এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে চেনাব নদী ভয়ানক রূপ ধারণ করেছে। টানা বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের, যাঁদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক বৃদ্ধ। ভূমিধসে বহু বাড়ি ভেঙে পড়ে তাঁদের মৃত্যু হয়। রাস্তাঘাট নদীতে পরিণত হওয়ায় কাশ্মীরের একাধিক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শতাধিক বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২৫ থেকে ৩০ জন গ্রামবাসী।