
Delhi Chief Minister Rekha Gupta: বুধবার সকালে নিজের বাড়িতেই আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জনতার দরবারে (Jan Sunwai) সাধারণ মানুষের সমস্যা, দাবির কথা শুনছিলেন। সেই সময়ই তাঁকে চড় মারেন এক ব্যক্তি। দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারেন, তিনি হাতে কিছু কাগজপত্র নিয়ে জনতার দরবারে এসেছিলেন। তিনি প্রথমে সেই কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। মুখ্যমন্ত্রীর হাতে সেই কাগজ তুলে দেওয়ার পর চিৎকার শুরু করেন ওই ব্যক্তি। এরপরেই তিনি মুখ্যমন্ত্রীকে চড় মারেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে ধরে ফেলেন। এরপর তাঁকে হেফাজতে নেওয়া হয়। এই ব্যক্তিকে সিভিল লাইনস থানায় (Civil Lines police station) নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (Deputy Commissioner of Police)। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির বয়স ৪১ বছর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর বাড়ি গুজরাটের (Gujarat) রাজকোটে (Rajkot)। তাঁর নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া। তিনি রাজকোটের বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে দাবি পেশ করতে গেলেন এবং তাঁকে চড় মারলেন, সে কথা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে তাঁর উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তিকে আপাতত পুলিশের হেফাজতেই রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী সারা দিল্লির নেতৃত্ব দেন। এই ধরনের ঘটনার যত নিন্দা করা হবে ততই কম। কিন্তু এই ঘটনা মহিলাদের নিরাপত্তাহীনতা প্রকট করে দিল। যদি দিল্লির মুখ্যমন্ত্রীই নিরাপদে না থাকেন, তাহলে কীভাবে সাধারণ পুরুষ বা মহিলা নিরাপদে থাকবেন?’
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর বলেছেন, ‘যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চড় মেরেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না স্পষ্ট নয়। তবে তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার আগে যে মন্তব্য করেছেন, তাতে মনে হচ্ছে তিনি দিল্লিতে কোনও রাজনৈতিক দলে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট ছিলেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।