জ্বলছে অসম, ভারতে সফরে আসছেন না জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে

  • জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল
  • গুয়াহাটিতে বিক্ষোভের জেরে বাতিল সফর
  • ১৫ ডিসেম্বর থেকে গুয়াহাটিতে মোদী- আবে শীর্ষ বৈঠক ছিল
  • সফর স্থগিত হওয়ার কথা জামব

বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। অনির্দিষ্টকালের জন্য জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত হয়ে গেল। ভারতের বিদেশমন্ত্রকের  অবশ্য দাবি, দুই দেশের পারস্পরিক সম্মতিতেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। 

আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত গুয়াহাটিতে জাপান এবং ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই বৈঠকই এবার পিছিয়ে গেল। 

Latest Videos

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা অসম জুড়ে। কারফিউ জারি করতে হয়েছে গুয়াহাটিতে। ফলে সেখানে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গ শিনজো আবের বৈঠক হওয়ার মতো পরিস্থিতিই নেই। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার নিজেই এ দিন টুইট করে এ কথা জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, 'দুই দেশে সম্মিলিতভাবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র ভারত সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সুবিধা অনুযায়ী ভবিষ্যতে নতুন দিনক্ষণ বেছে নেওয়া হবে। 

যদি বিদেশমন্ত্রকের এই ঘোষণার আগেই গুয়াহাটিতে অশান্তির কারণে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করতে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। 

বুধবার থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে অসম। বেশ কয়েকজন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। বুধবার শিনজো আবের ছবি দেওয়া হোর্ডিংও ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। 

জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় তিনি বলেন, যেভাবে বাংলাদেশের দুই মন্ত্রীর পর জাপানের প্রধানমন্ত্রী সফর স্থগিত করলেন, তা ভারতের কাছে লজ্জার। 

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today