বাটার মাস্ক দিয়ে কোভিডের তরকারি খেতে কেমন লাগল, যোধপুরের হোটেলের খাবার নিয়ে কী বলছে নেটদুনিয়া

Published : Aug 02, 2020, 03:06 PM ISTUpdated : Aug 03, 2020, 10:44 AM IST
বাটার মাস্ক দিয়ে  কোভিডের তরকারি খেতে কেমন লাগল, যোধপুরের হোটেলের খাবার নিয়ে কী বলছে নেটদুনিয়া

সংক্ষিপ্ত

যোধপুরের রেস্তোঁরা তৈরি করেছে দুটি নতুন ডিশ  করোনাভাইরাসের সংক্রমণ রুখতে উদ্যোগ  আর সেই দুটি ডিশে মজেছে গোটা নেটদুনিয়া   

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনা বাড়ানোর উদ্যোগ নিল রাজস্থানে যোধপুরের একটি রেস্তোঁরা। আর সেইজন্যই রেস্তোঁরা কর্তৃপক্ষ দুটি নতুন ডিশ চালু করেছে। একটি হল বাটার নান। একটু ভুল হল বাটার মাস্ক বললেই মনেহয় ঠিক হবে। আর অন্যটি বল কোভিড কারি। আর যোধপুর রেস্তোঁরার তৈরি এই দুটি পদে মোজেছে নেটদুনিয়া। 

নানটি তৈরি হয়েছে মাস্কের আদলে। আর কোভিড কারি হল একটি গ্রেভি ডিশ। যেটি মূলত যে কোনো কিছুর কোফতা। আর সেই কোফতাগুলি গোল না করে করোনার জীবাণুর মত আদল দেওয়া হয়েছে। 
 

রেস্তোঁরা কর্তৃপক্ষ জানিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মূল প্রয়োজন হল সচেতনা। তাই মাস্কের ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদিক তার ট্যুইটার হ্যান্ডেল থেকে এই মাস্ক নান আর করোনা কারির ছবি শেয়ার করেছে। করোনা বিশ্বে এই প্রথম কোভিড ক্যারি ও মাস্ক নান পরিবেশন করেছে। করোনার ভয়কে কাটিয়ে ওঠার কথাও বলা হয়েছে। আর এই নতুন দুটি ডিশ তৈরি করতে পেরে গর্বিত। করোনার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলেও জানান হয়েছে। তবে নেটিজেনরা মুখে না তুলেও স্বাগত জানিয়েছেন এই দুটি ডিশকে। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি