নিজের দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করতে কতটা তৎপর আমেরিকা? দেখে নেওয়া যাক নিজের দেশের নাগরিককে উদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কে বেশি সক্রিয়।
ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হামলা চালানো আজ পঞ্চম দিনে পা দিয়েছে। যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি (War Situation)। এখন একরকম অবস্থা, তো এর পর অবস্থা কেমন থাকবে তা কেউ জানেন না। এই পরিস্থিতির মধ্যে সেখান থেকে ভারতীয়দের (Indian) উদ্ধার করতে তৎপর কেন্দ্রীয় সরকার (Central Govt)। একটা পথ বন্ধ হয়ে গেলে বিকল্প পথ খুঁজে বের করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার করা হচ্ছে ভারতীয়দের। কিন্তু, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঠিক করে কাজ করছে না বলে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। আর এই পরিস্থিতির মধ্যে নিজের দেশের নাগরিককে ইউক্রেন (Ukraine-Russia Conflict) থেকে উদ্ধার করতে কতটা তৎপর আমেরিকা? দেখে নেওয়া যাক নিজের দেশের নাগরিককে উদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নাকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), কে বেশি সক্রিয়।
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান স্টেকহোল্ডার। আর সেই দেশই নাগরিকদের সাফ জানিয়ে দিয়েছে সরকারের পক্ষে ইউক্রেনে আটকে থাকা আমেরিকাবাসীকে উদ্ধার করা সম্ভব হবে না। যদিও তারা বিশ্বাস করে যে ইউক্রেনে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। একাধিক জায়গায় লড়াই চলছে। এমনকী, আগামীদিনগুলিতে সেখানে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছে আমেরিকা। কিন্তু, তারপরও দেশের নাগরিকদের ফেরানোর জন্য একেবারেই তৎপর নয় বাইডেন সরকার।
আরও পড়ুন- 'পাশে আছি', ইউক্রেন ইস্যুতে মোদীকে চিঠি দিয়ে 'সর্বদলীয় বৈঠক ডাকার' পরামর্শ মমতার
উদ্ধারকাজে ভারত সরকারের পদক্ষেপ
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার জন্য যথেষ্ট তৎপর মোদী সরকার। উদ্ধারকাজে গতি আনার জন্য ইতিমধ্যেই সেখানে চার মন্ত্রীকে বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি রোমানিয়া এবং মলদোভা দিয়ে উদ্ধারকাজগুলির সহায়তা করবেন। আইনমন্ত্রী কিরেন রিজিজু, যিনি স্লোভাকিয়া যাচ্ছেন। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি, যিনি হাঙ্গেরির দিকে যাচ্ছেন। প্রতিমন্ত্রী রোড ট্রান্সপোর্ট ভি কে সিং, যিনি পোল্যান্ডের মাধ্যমে উদ্ধারকাজে সহায়তা করবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে, বুখারেস্ট থেকে দুটি এবং বুদাপেস্ট থেকে একটি বিমান ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে পাড়ি দেবে। তার মধ্যে দুটি বিমান নামবে দিল্লিতে ও একটি মুম্বইতে।
আরও পড়ুন- অপারেশন গঙ্গায় যোগ দিল ইন্ডিগো-স্পাইস জেট-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
আমেরিকার তরফে সাহায্য করা হয়নি নাগরিকদের
ইউক্রেনে আটকে থারা নাগরিকদের সরকারের তরফে উদ্ধার করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন সরকার। আমেরিকার দূতাবাসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ছাড়ার জন্য ব্যক্তিগতভাবে পরিবহণের ব্যবস্থা করতে হবে। তবে সেটা যদি নিরাপদ বলে মনে হয় তাহলেই তাতে যাওয়া ভালো। এছাড়া ভ্রমণের ঝুঁকি নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বলা হয়েছে, একাধিক রাস্তায় ভিড় রয়েছে ও যুদ্ধের জন্য বিভিন্ন সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে ইউক্রেন ছাড়ার সময় সঠিক রাস্তা বেছে নিতে হবে।
আরও পড়ুন- বেলারুশে পৌঁছল ইউক্রেনের বিশেষ টিম, সংঘাত কি তাহলে শেষের পথে
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে?
এদিকে ইউক্রেন থেকে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে তৎপর কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, "আমরা আন্তরিকভাবে সব ভারতীয়কে শান্ত ও ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করছি।" এমনকী, কোন সময় ট্রেন ছাড়বে, কখন বিশেষ ট্রেন আসবে তাও জানানো হচ্ছে ভারতীয়দের। সেই কারণে অযথা স্টেশনে গিয়ে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।