ফাটল আর ধস আতঙ্কে এখন যোশীমঠ। সত্যি সত্যি কি মাটির তলায় এবার তলিয়ে যাবে এই আধ্যাত্মিক শৈলশহর! ধ্বংস হয়ে যাবে কি উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমালয়ের কোলের এই জায়গা!এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যোশীমঠ-এ।
জায়গায় জায়গায় আবার পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসছে জল। এখানেই শেষ নয় কোথাও কোথাও আবার নর্দমার মধ্যে দিয়ে বইছে জলের ফোয়ারা। পাহাড়-মাটি-র মধ্যে দিয়ে কীভাবে এত জলের ধারা বাইরে বেরিয়ে আসছে তার কুলকিনারা করতে পারছেন না যোশীমঠের বাসিন্দারা। ইতিমধ্যেই বহু মানুষকে বিপন্ন হয়ে বাড়ি থেকে বের করে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। বুধবার সন্ধ্যায় যোশীমঠে মশাল জানিয়ে প্রতিবাদ মিছিলও হয়। বৃহস্পতিবার সকাল থেকেও চলে লাগাতার বিক্ষোভ।