উত্তরপ্রদেশে সাংবাদিককে গুলি করে খুন, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন যোগী

  • উত্তরপ্রদেশে সাংবাদিককে গুলি করে খুন
  • গুলি করে খুন করা হয়েছে তাঁর ভাইকেও
  • অভিযোগের তীর প্রতিবেশীর ওপর
  • নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ
Indrani Mukherjee | Published : Aug 18, 2019 12:05 PM IST

প্রকাশ্য দিনের আলোয় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক সাংবাদিক এবং তাঁর ভাই। রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকে কর্মরত ছিলেন ওই সাংবাদিক। 

প্রাথমিক তদন্তের ভিত্তিতে উঠে এসেছে যে, মদ-মাফিয়ার হাতেই খুন হয়েছেন ওই সাংবাদিক এবং তাঁর ভাই। বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁদের  প্রাণনাশের হুমকী দিচ্ছিল বলে জানা গিয়েছে ওই মদ মাফিয়ারা। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্লেই মারা যান তাঁর ভাই এবং সাংববাদিক আশিষ জনওয়ানিকে হাসপাতেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। 

Latest Videos

এই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে প্রতিবেশিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের সন্দেহ নিহত সাংবাদিক তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সেইসঙ্গে এলাকার বেশকিছু মানুষ এদিন বিক্ষোভ দেখান বলেও খবর, তাঁদের দাবি নিহত সাংবাদিক এই বিষয়ে একাধিকবার পুলিশের দ্বারস্থ হলেও পুলিশের তরফ থেকে কোনও সাহায্যই তাঁকে করা হয়নি। 

 

এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক এবং তার ভাইয়ের আত্মীয়দের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Share this article
click me!

Latest Videos

Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
'রাজ্যটা রোহিঙ্গা মুসলমান ও জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছে মমতা' | Suvendu Adhikari | BJP News | TMC
মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
ভয়াবহ আগুন কলেজের রুমে! আগুন নেভাতে মরিয়া দমকল ও স্থানীয়রা, আতঙ্ক Canning-এ | South 24 Parganas News
‘Mamata BSF-এর বিরুদ্ধে মানুষকে আক্রমণ করতে বলেন’ বিস্ফোরক Samik Bhattacharya, দেখুন কী বলছেন