ঘৃণা অপরাধ নিয়ে বুদ্ধিজীবী বনাম বুদ্ধিজীবী! অপর্ণাদের পাল্টা দিলেন কঙ্গনারা

  • রামের নামে মুসলিম দলিত হত্যা নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন অপর্না সেনরা
  • দুদিন পর সেই চিঠির পাল্টা চিঠি দিলেন ৬১ জন মোদী অনুরাগী বুদ্ধিজীবী
  • তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রসুন যোশী, সোনাল মানসিং, মধুর ভান্ডারকররা
  • তাঁদের অভিযোগ অপর্ণা সেন, শ্যাম বেনেগালরা নির্বাচিত ক্ষোভ প্রদর্শন ও মিথ্যা বর্ণনা করেছেন

 

দুদিন সময় নিলেন, তারপরই অপর্না সেনদের চিঠির পাল্টা দিলেন ৬১ জন মোদী অনুরাগী বুদ্ধিজীবী। যাঁদের মধ্যে রয়েছেন  অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, লিরিসিস্ট প্রসুন যোশী, ক্লাসিকাল নৃত্যশিল্পী তথা রাজ্যসভার সাংসদ সোনাল মানসিং, যন্ত্রশিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, বিবেক অগ্নিহোত্রি প্রমুখ। তাঁদের অভিযোগ অপর্ণা সেন, শ্যাম বেনেগালদের পাঠানো চিঠি আদতে নির্বাচিত ক্ষোভ প্রদর্শন ও মিথ্যা বর্ণনা।  

গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীকে এক খোলা চিঠিতে অপর্ণা সেনদের মতো ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি জানিয়েছিলেন জয়শ্রীরাম বলে দেশ জুড়ে মুসলিম ও দলিতদের উপর হামলা করা হচ্ছে। এই নিয়ে গভীর উদ্বীগ্ন তাঁরা। এই বিষয়টি এখনই বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে আর্জি জানান তাঁরা।

Latest Videos

এই চিঠি তাঁদের 'অবাক' করেছে বলে জানিয়েছেন কঙ্গনারা। তাঁদের মতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানের অবনতি ঘটানোর লক্ষ্যেই ওই চিঠি পাঠানো হয়েছে। আরও অভিযোগ যখন নকশালরা আদিবাসীদের উপর অত্যাচার চালায় বা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা ভারতকে ভাগ করার হুমকি দেয় তখন এঁদের বিবেক কোথায় থাকে? সেইসব ক্ষেত্রে তো তাঁরা মুখে কুলুপ এঁটে থাকেন।  

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari