বিদ্রোহীদের নিয়ে চরম সিদ্ধান্ত! কর্নাটকে বিজেপির কাঁটা সরিয়ে দিলেন স্পিকারই

 

  • কর্নাটকে ১৪জন বিদ্রোহী বিধায়ককে অযোগ্য ঘোষণা করলেন স্পিকার
  • ২০২৩ সালে চলতি বিধানসভা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না
  • ফলে কর্নাটকে বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ২০৮
  • কাজেই বিজেপির আস্থাভোটে জিততে আর কোনও বাধা রইল না

কর্নাটকে বিজেপির কাজ অনেকটাই সহজ করে দিলেন কর্নাটক বিধানসৌধের স্পিকার কেআর রমেশ। ৩ বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে তিনি আগেই অযোগ্য ঘোষণা করেছিলেন। রবিবার এক সাংবাদিক বৈঠক করে তিনি বাকি ১৪জন বিদ্রোহী বিধায়ককেও, ২০২৩ সালে চলতি বিধানসভা শেষ না হওয়া পর্যন্ত, দলত্যাগ বিরোধী আইনের বলে অযোগ্য ঘোষণা করলেন।

ফলে এই ১৭ জনের ইয়েদুরাপ্পা মন্ত্রীসভায় যোগ দেওয়ার আর সম্ভাবনা রইল না। এমনকী ২০২৩ সালের আগে বিধানসভার কোনও উপনির্বাচনেও অংশ নিতে পারবেন না তাঁরা। এদিন সাংবাদিকদের সামনে রমেশ বলেন, তাঁর 'বিচারকের বিবেক' তাঁকে এই কাজ করতে বাধ্য করেছে। তিনি জানান বিদ্রোহীরা চার সপ্তাহ সময় চেয়েছিলেন। তাঁদের নোটিস দিয়েছিল বিধানসৌধ। কিন্তু তারপরেও বিদ্রোহীরার স্পিকারের সঙ্গে দেখা করেননি বলে জানান তিনি। এই কারণেই তাঁদের বিধানসভার সদস্যপদ খারিজ করে দেওয়া হল।

Latest Videos

এদিকে সোমবারই আস্থা সরকারের সংখ্যাগরীষ্ঠতার প্রমাণ দিতে চলেছেন ইয়েদুরাপ্পা। তার আগেরদিনই স্পিকারের এই  সিদ্ধান্তে আখেরে লাভ হল বিজেপিরই। বর্তমানে কর্নাটক বিধানসভার শক্তি দাঁড়ালো ২০৮ বিধায়কের। বিজেপির হাতে রয়েছে ১০৫ জন বিধায়ক। ফলে সহজেই আস্থাভোটে জয়ী হবেন ইয়ংদুরাপ্পা। তার উপর বিদ্রোহী বিধায়কদের মন্ত্রী করার অস্বস্তি ছিল বিজেপির সামনে। স্পিকার তাদের অযোগ্য ঘোষণা করায় সেই চাপ থেকেও মুক্ত হল বিজেপি।   

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh