ভোট প্রচারে কর্ণাটকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রবিবার বিজয়পুরাতে একটি রোডশোয় অংশ নেন। রাহুল গান্ধীর মিছিল ছিল ভিড়ে ঠাসা। সঙ্গমনাথ মন্দিরে ও আইক্যা লিঙ্গের দর্শন করেন।
ভোট প্রচারে কর্ণাটকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রবিবার বিজয়পুরাতে একটি রোডশোয় অংশ নেন। রাহুল গান্ধীর মিছিল ছিল ভিড়ে ঠাসা। সঙ্গমনাথ মন্দিরে ও আইক্যা লিঙ্গের দর্শন করেন। কর্ণাটক নির্বাচনে কংগ্রেস ১৫০ আসন পাবে বলেও জানান রাহুল। বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন রাহুল।