১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ । তার আগে কর্ণাটকে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী | কর্ণাটকে ভোট চেয়ে বিরোধীদের তোপ মোদীর |
আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ১৩ মে। কর্ণাটক এবার বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করছে কংগ্রেস ও জেডিএস। এবার প্রথম থেকেই বিজেপির লক্ষ্য একক ও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। আর সেই কারণে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছেন কর্ণাটকে। বেলগাভি জেলার জনসভায় এদিন ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সেখানেই তিনি বলেন, কর্ণাটকের মানুষ স্থিতিশীল আর শক্তিশালী সরকার চায়। সেইজন্য তারা বিজেপিকেও জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, বিজেপি শুধুমাত্র রাজ্যে উন্নতির রোডম্যাপই তৈরি করছে।