Election in Karnataka: ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস, বিজেপি ও জেডিএসই মূল প্রতিদ্বন্দ্বী। কর্ণাটকের ভোটার ৫.২ কোটি। যারমধ্যে এই প্রথম ভোট দেবেন ৯ লক্ষ ১৭ হাজার। ভোট গণনা আগামী ১৩ মে। এবারের ভোট মূলত লড়াই তিনটি দলের মধ্যে- বিজেপি, কংগ্রেস ও জনতা দল সেকুলার। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৩। গত বিধানসভা নির্বাচনে এই ম্যাজিক ফিগারের গণ্ডি পার হতে গিয়েই ঘাম ঝরেছিল বিজেপি কংগ্রেস দুই রাজনৈতিক দলের। সংখ্যার খেলায় দুই দলই একে অপরকে টক্কর দেওয়ার মরিয়া প্রয়াস করেছিল। কর্ণাটক জয়ের লক্ষ্যে একাধিকবার কর্ণাটক সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো থেকে জনসভায় প্রায় চষে ফেলেছেন গোটা কর্ণাটক রাজ্য। একের পর এক সভায় মোদী নিশানা করেছেন প্রতিপক্ষ কংগ্রেস ও জেডিএসকে। জমি ছাড়েনি কংগ্রেসও। রাজ্যে জোরালো প্রচার করে গিয়েছেন অসুস্থ সোনিয়া গান্ধীও।
06:34 PM (IST) May 10
কর্ণাটকের ২২৪ টি বিধানসভা আসনের জন্য ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ৬৫ দশমিক ৫৮ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন সবার দৃষ্টি স্থির রয়েছে ১৩ মে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার দিকে।
06:18 PM (IST) May 10
কর্ণাটকে বিকাল ৫টা পর্যন্ত ৬৫.৫৮% ভোট পড়েছে। রামানগরম জেলায় ৭৮.২২% শতাংশ ভোট পড়েছে। এই জেলায় মোট চারটি বিধানসভা আসন রয়েছে।
05:40 PM (IST) May 10
রিপোর্ট অনুসারে, রাজ্য জুড়ে বিভিন্ন হাই-প্রোফাইল নির্বাচনী এলাকায় মধ্যাহ্নভোজের পরে ভোটারদের উপস্থিতিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ছিল ৬০ শতাংশেরও বেশি। বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই প্রবণতার ভিত্তিতে, সামগ্রিক ভোটার উপস্থিতি ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে
05:19 PM (IST) May 10
রাজ্য জুড়ে ভোটারদের উপস্থিতির হার প্রায় ৫২ শতাংশ। রামনগরে সর্বোচ্চ ৬৩ . ৩৬ শতাংশের বেশি ভোট পড়েছে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। বুধবার বিকেল ৩টে পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে।
03:48 PM (IST) May 10
বিকাল ৩টা পর্যন্ত ৫২.০৩ শতাংশ ভোটার ভোট দিয়েছে।
03:10 PM (IST) May 10
কর্ণাটকে বিজেপির সরকার গঠিত হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
02:46 PM (IST) May 10
বেঙ্গালুরুতে ভোট দেওয়ার পরে কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ বলেছেন,'ভোট দেওয়ার আগে দেশের সমস্যাগুলি মাথায় রাখা উচিত। আমি এখানে একজন সেলিব্রিটি হিসাবে আসিনি, আমি এখানে একজন ভারতীয় হিসাবে এসেছি এবং এটি আমার দায়িত্ব।'
02:24 PM (IST) May 10
কর্ণাটক নির্বাচনের দিন কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার তার কনকপুরা নির্বাচনী এলাকায় অটো চালালেন।
02:00 PM (IST) May 10
ভোট দিলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সুকরি গৌড়া। উল্লেখ্য নির্বাচনী প্রচারণার জন্য হোন্নাভার সফরের সময় মোদী তাঁকে আশীর্বাদ করেছিলেন। ভিডিওটি ভাইরাল হয়।
01:56 PM (IST) May 10
কর্ণাটক নির্বাচনে ভোট দিতে হেলিকপ্টারে করে পৌঁছলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং তাঁর স্ত্রী চন্নাম্মা হাসানে।
01:50 PM (IST) May 10
01:39 PM (IST) May 10
প্রবীণ কন্নড় অভিনেতা রবিচন্দ্রনের পুত্র - মনোরঞ্জন এবং বিক্রম কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাদের ভোট দিলেন।
01:37 PM (IST) May 10
কর্ণাটক নির্বাচনে ভোট দিলেন কন্নড় অভিনেতা শিব রাজকুমার এবং তার স্ত্রী এবং কংগ্রেস নেতা গীথা শিবরাজকুমার
01:28 PM (IST) May 10
নির্বিঘ্নেই চলছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ।
01:27 PM (IST) May 10
কর্ণাটক বিধানসভা নির্বাচনে সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২১%।
01:01 PM (IST) May 10
স্ত্রী রাধাবাই খাড়গেকে নিয়ে ভোট দিতে এলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
12:19 PM (IST) May 10
মহীশূরের কুভেম্পু নাগারার জ্ঞানগঙ্গা স্কুলে সপরিবারে এসে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার জাগাল শ্রীনাথ। তিনি ২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে নির্বাচনী দূত হিসেবে কাজ করেছেন।
12:14 PM (IST) May 10
কর্ণাটকে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর দাবি, এই রাজ্যে কংগ্রেস ১৩০-এরও বেশি আসন পাবে। এই সংখ্যাটা ১৫০-এও পৌঁছে যেতে পারে।
11:45 AM (IST) May 10
ভোট দিলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার এবং ডি কে সুরেশ। আলাহাল্লি সরকারি স্কুলের ভোটিং বুথে ভোট দিয়ে একসাথে ছবি দিলেন দুই নেতা।
11:43 AM (IST) May 10
হাভেরি জেলার রানিবেননুরুতে ভোট দিলেন সদ্য বিবাহিত দুই দম্পতি।
11:10 AM (IST) May 10
সপরিবারে ভোট দিতে এলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার।
11:07 AM (IST) May 10
উদুপির কাপু বিধানসভা কেন্দ্রের আভারলুমাত্তু বুথে ভোট দিলেন খ্রিস্টান নববধূ মেলিতা সরস। পরনে ছিল বিয়ের জন্য স্পেশাল সাদা গাউন।
11:04 AM (IST) May 10
কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় অংশ নিয়েছেন মহিলা ভোটাররা। সকাল থেকেই বিভিন্ন জেলার বুথে চোখে পড়ল মহিলাদের লাইন।
11:02 AM (IST) May 10
সুদূর আমেরিকা থেকে কর্ণাটক নির্বাচনের জন্য নিজের ভোট দিতে এলেন অশ্বিন রাজশেখা ভাট। উত্তর কর্ণাটকের সিরসিতে ভোট দিলেন তিনি।
10:57 AM (IST) May 10
কর্ণাটক বিধানসভা নির্বাচনে স্ত্রী ও কন্যাদের নিয়ে ভোট দিতে এলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
10:20 AM (IST) May 10
চিকমাগালুর জেলার মুদিগেরে নির্বাচনী এলাকার মাকোনাহাল্লি ভোটকেন্দ্রে বিয়ের মালা গলায় পরেই সপরিবারে ভোট দিতে এলেন এক নববধূ।
10:18 AM (IST) May 10
সকাল সাড়ে ৯টা পর্যন্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৮.০২ শতাংশ।
10:16 AM (IST) May 10
Karnataka Election Latest Update: জয়নগরে ভরথ এডুকেশন সোসাইটির ভোটকেন্দ্রে সকাল সকাল অন্যান্য ভোটারদের সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
09:42 AM (IST) May 10
ভোট দিতে এসে বিজেপি সম্পর্কে প্রচণ্ড আত্মবিশ্বাসী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ১৩০ থেকে ১৩৫টা ভোটে জয়লাভের আশা।
09:35 AM (IST) May 10
বিধানসভা নির্বাচনের সকালে ভোট দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই
09:24 AM (IST) May 10
Karnataka Election News: প্রথম প্রহরে নিজের কেন্দ্রে ভোট দিতে এলেন কর্ণাটকের আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।
08:09 AM (IST) May 10
Prakash Raj in Karnataka Election: বেঙ্গালুরুর শান্তি নগরে ভোট দিতে এলেন অভিনেতা প্রকাশ রাজ।
07:52 AM (IST) May 10
গণতন্ত্রের উৎসবে কর্ণাটকের সমস্ত ভোটারদের সর্বাধিক সংখ্যায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (BJP) সভাপতি জেপি নাড্ডা।
07:48 AM (IST) May 10
সকাল ৭টা থেকে কর্ণাটক রাজ্যে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। জনসাধারণকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির মুখ্য সেনাপতি অমিত শাহ।
07:10 AM (IST) May 10
Karnataka Election: ‘কংগ্রেস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পার্টি’ বলে কর্ণাটকের সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপিকে নোটিস পাঠাল কমিশন।
07:05 AM (IST) May 10
কর্ণাটকে আজ হাইভোল্টেজ নির্বাচন। তার আগে মানুষজনকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের আবেদন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:59 PM (IST) May 09
ভোটের ঠিক আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বাসিন্দাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি পোস্টও করেছেন । সেখানেই প্রধানমন্ত্রী কণাটকের উন্নয়ন আর সমৃদ্ধির জন্য বিজেপির ব্লুপ্রিন্ট তুলে ধরেছেন।
11:57 PM (IST) May 09
কর্ণাটকে অতীতের রেকর্ড ভাঙতে চায় বিজেপি। কারণে ১৯৮৫ সালের পর কর্ণাটক কোনও একটি দলকে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় রাখেনি। তবে গত তিন বছর ধরে এই রাজ্যে রাজ করছে বিজেপি। দ্বিতীয় বারের জন্য আবারও ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে। অন্যদিকে কংগ্রেসও এই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে। পিছিয়ে নেই জেডিএস।
11:56 PM (IST) May 09
ভোট গ্রহণের আগের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস। শুধু তাই নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছে কংগ্রেস।
11:54 PM (IST) May 09
গোয়ায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিবেশী কর্ণাটকের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেসরকারী প্রতিষ্ঠান এবং শিল্প ইউনিটের কর্মচারীদের জন্য ১০ই মে অর্থাৎ বুধবার সবেতন ছুটি ঘোষণা করেছে। যদিও প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তে খুশি নয় বিরোধী দল এবং শিল্প ইউনিটগুলি।