Kashmir Attack : একদিকে পহেলগাঁও কাণ্ড, অন্যদিকে পাক হাই কমিশনে 'কেক' খেয়ে উদযাপন! ভাইরাল ভিডিও

Kashmir Attack : একদিকে পহেলগাঁও কাণ্ড, অন্যদিকে পাক হাই কমিশনে 'কেক' খেয়ে উদযাপন! ভাইরাল ভিডিও

Arup Dey   | ANI
Published : Apr 24, 2025, 05:26 PM IST

Pak High Commission Delhi : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে এক কর্মকর্তাকে কেক বহন করে ভিতরে প্রবেশ করতে দেখা গেছে

Pak High Commission Delhi : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে এক কর্মকর্তাকে কেক বহন করে ভিতরে প্রবেশ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভারত যখন এই হামলার কড়া নিন্দা করে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান কঠোর করছে, তখন এই 'কেক কাণ্ড'কে অনেকেই অসংবেদনশীল ও উদ্দেশ্যমূলক বলে সমালোচনা করছেন। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, শহিদদের প্রতি সম্মান জানানো দূরে থাক, পাকিস্তান কি এই অবস্থায় উদযাপনের মনোভাবে আছে?

এই ঘটনার পর দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামনে প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা পাকিস্তান বিরোধী স্লোগান দেন এবং হামলার দায়ীদের বিচারের দাবি জানান।

ঘটনাটি এখন ‘কেক কাণ্ড’ নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভারতের জনমনে পাকিস্তানকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

এই ঘটনার কূটনৈতিক প্রেক্ষাপট ও প্রতীকী বার্তা নিয়ে এখন রাজনৈতিক মহলেও চলছে তীব্র চর্চা।

06:15কেন ভারতের তরুণদের ওপর এত ভরসা মোদীর? শুনুন প্রধানমন্ত্রীর নিজের মুখে | PM Modi Speech | Gen Z India
06:14PM Modi : কেন ভারতের তরুণদের ওপর এত ভরসা মোদীর? শুনুন প্রধানমন্ত্রীর নিজের মুখে
04:54Ajit Doval : কেন ফোন-ইন্টারনেট ব্যবহার করেন না? রহস্যময় উত্তর অজিত ডোভালের
05:42উত্তরপাড়ার ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন স্মৃতি ইরানী, একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও
05:17'অভিষেককে বাঁচাতেই মমতা এই কাণ্ড করেছে', বিস্ফোরক মন্তব্য গিরিরাজ সিংয়ের
08:24ED'র নজরে IPAC, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে সরব জাতীয় রাজনীতি
03:21অমিত শাহকে Naughty হোম মিনিস্টার আখ্যা মমতার, পাল্টা দিলেন হেমন্ত বিশ্বাস শর্মা
06:27TMC Protest Delhi: দিল্লিতে শাহর দফতরে ধরনা তৃণমূলের সাংসদদের, চ্যাংদোলা করে সরালো পুলিশ
10:39দিল্লিতে মাঝরাতে মসজিদে অ্যাকশনে বুলডোজার! পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ, এখন কী পরিস্থিতি?
05:59বাংলাদেশের ঘটনায় গর্জে উঠলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য, নিশানায় মুস্তাফিজুর রহমানও