
Confession of Pahalgam Attacker's Sister : পহেলগাঁও হামলায় জড়িত এক জঙ্গির বোন ইয়াসমিনা জানিয়েছেন, তাঁর ভাই একজন "মুজাহিদিন"। তিনি বলেন, তাঁদের এক ভাই জেলে, আরেকজন সক্রিয় জঙ্গি।
Confession of Pahalgam Attacker's Sister : পহেলগাঁও হামলায় জড়িত এক জঙ্গির বোন ইয়াসমিনা জানিয়েছেন, তাঁর ভাই একজন "মুজাহিদিন"। তিনি বলেন, তাঁদের এক ভাই জেলে, আরেকজন সক্রিয় জঙ্গি। হামলার পর নিরাপত্তা বাহিনী তাঁদের ত্রালের বাড়ি ভেঙে ফেলে এবং পরিবারের সব সদস্যকে আটক করে। ইয়াসমিনা অভিযোগ করেন, তিনি বাড়িতে ফিরে কাউকে পাননি এবং নিরাপত্তা বাহিনী তাঁকেও প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তিনি দেখেন, ছদ্মবেশে একজন লোক বাড়ির ছাদে বোমার মতো কিছু বসাচ্ছে, যার পরেই তাঁদের বাড়িটি ধ্বংস করা হয়। ইয়াসমিনা দাবি করেন, তাঁরা নির্দোষ, অথচ তাঁদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।