দেশ সেবায় প্রস্তুত কাশ্মীরের যুবসম্প্রদায়, বিপুল সাড়া সেনা নিয়োগ পরীক্ষায়

Indrani Mukherjee |  
Published : Jul 28, 2019, 05:32 PM ISTUpdated : Jul 28, 2019, 05:45 PM IST
দেশ সেবায় প্রস্তুত কাশ্মীরের যুবসম্প্রদায়, বিপুল সাড়া সেনা নিয়োগ পরীক্ষায়

সংক্ষিপ্ত

দেশ সেবায় নিজেকে নিয়োগ করতে চায় তাঁরা তাঁরা হল কাশ্মিরের যুবসম্প্রদায় রবিবার জম্মু ও কাশ্মীরের বুদগাঁও-তে একটি জওয়ান নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৯৫৭ জন যুব সম্প্রদায়

রবিবার জম্মু ও কাশ্মীরের বুদগাঁও-তে একটি জওয়ান নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এই লেখা পরীক্ষায় অংশ নিলে ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটা পথ খুলে যাবে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল কাশ্মীরের এক ঝাঁক যুব সম্প্রদায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এবারের জওয়ান নিয়োগের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৯৫৭ জন যুব সম্প্রদায়। উল্লেখ্য, এই পরীক্ষায় তাঁরাই অংশ নিয়েছিল যাঁরা ইতিমধ্যেই ফিজিক্যাল ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  ফিজিক্যাল ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলেই একমাত্র লেখা পরীক্ষায় অংশ নেওয়া যায়। 

 

এমনই দু'চোখে অনেক স্বপ্ন নিয়ে সেনাবহিনীতে নিয়োগের পরীক্ষায় অংশ নিয়েছিল আসিফ আহমেদ নায়েক। তাঁর কথায়, 'আমি ইতিমধ্যেই ফিজিক্যাল ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি, লেখা পরীক্ষাতে পাশ করে গেলেই আমি সেনাবাহিনীতে যোগ দেব, কারণ আমি দেশের জন্য কিছু করতে চাই।'

আর এক পরীক্ষার্থী সুমিত-এর কথায়, 'আমরা সকলেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাই। এমনকী কাশ্মীরে পোস্টিং হলেও আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমি সকলেরে উদ্দেশে একটা কথাই বলতে চাই সকলের এমন কিছু করা উচিত যা ফলপ্রদ।'

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo