জলপথে ভারতে হানা দিচ্ছে আইএস! গোয়েন্দা তথ্যে উপকূলে বাড়ল তৎপড়তা

Published : May 26, 2019, 01:53 PM IST
জলপথে ভারতে হানা দিচ্ছে আইএস! গোয়েন্দা তথ্যে উপকূলে বাড়ল তৎপড়তা

সংক্ষিপ্ত

জলপথে ভারতে হানা দিতে পারে আইআইএস এমনই গোয়েন্দা তথ্য মিলেছে কেরল উপকূলে সতর্ক রয়েছে উপকূলরক্ষী বাহিনী

এবার জলপথে ভারতে হানা দেওয়ার চেষ্টা করছে আইআইএস জঙ্গি গোষ্ঠী। সূত্রের খবর, শ্রীলঙ্কা থেকে আইএস জঙ্গিদের একটি দল একটি নৌরকায় করে লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনই গোয়েন্দা তথ্য এসেছে ভারতের হাতে। আর এরপরই কেরলে সতর্ক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে। শ্রীলঙ্কার জলসীমান্ত ও লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপের আশপাশে তাদের প্রহরা চলছে।

জানা গিয়েছে শ্রীলঙ্কা থেকে একটি সাদা নৌকায় করে শ্রীলঙ্কায় আইএস-এর সহযোগী গোষ্ঠি, 'ন্য়াশনাল তৌহিত জামাতে'র ১৫ জন জঙ্গির একটি দল ভারতের দ্বীপগুলির উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরই উপকূল-রক্ষীদের তৎপড়তা বাড়ানো হয়েছে। শুধু, নৌকোয় করে জলপথে পেট্রোলিং চালানো নয়, ব্যবহারস করা হচ্ছে জলপথে নজরদারির বিমানও। এর আগে জলপথেই পাকিস্তান থেকে মুম্বই এসে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা।
 
শ্রীলঙ্কাতে যে আইএস জঙ্গির বাড়বাড়ন্ত ক্রমেই বাড়ছে তার প্রমাণ মিলেছিল গত ২১ এপ্রিল। ইস্টার স্যাটারডেতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি গির্জা ও হোটেলে হামলা চালানো হয়। অন্তত ২৫০ মানুষের মৃত্যু হয়। ৫০০-এরও বেশি মানুষ আহত হন। সেই হামলার দায় নিয়েছিল ন্য়াশনাল তৌহিত জামাত। এখনও সেই দেশে জরুরি অবস্থা জারি রয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?