কেরলে ভয়াবহ ভাইরাস সংক্রমণ! মারাত্মক আকার ধারন করছে হেপাটাইটিস এ, প্রকাশ্যে এল মৃত্যুর খবরও

কোভিডের পরে কেরলে ভয়াবহ ভাইরাস সংক্রমণ! মারাত্মক আকার ধারন করছে হেপাটাইটিস এ, প্রকাশ্যে এল মৃত্যুর খবরও

Anulekha Kar | Published : May 16, 2024 11:40 AM IST

কেরলে ভয়ঙ্কর ভাবে বাড়ছে হেপাটাইটিস এ। পরিস্থিতি মোকাবিলার জন্য আধিকারিকদের সতর্ক ভাবে কাজে নামার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

উল্লেখযোগ্য ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেরলের মালাপ্পুরম, এর্নাকুলাম, কোঝিকোড় ও ত্রিশূড়ে ভয়াবহ ভাবে বাড়ছে হেপাটাইটিসের দাপট। বিষয়টির দিকে ভালোভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে। কেরলের স্বাস্থ্য দফতর প্রতি জেলা প্রশাসনকে মালাপ্পুরমের চালিয়ার ও পথুকাল্লু এলাকায় হেপাটাইটিসে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে অত্যন্ত খারাপ পরিস্থিতি কেরলে।

Latest Videos

কিন্তু কেন হয় এই রোগ? এর উপসর্গই বা কী?

হেপাটাইটিস হল ভাইরাসের কারণে হওয়া একটি জলবাহিত রোগ। এই রোগের মূল উপসর্গ হল বমিবমি ভাব ও খাবার খাওয়ায় অনীহা। এ ছাড়াও পেটে তীব্র ব্যথা ও বেদনা হতে পারে। শরীর হলুদ হয়ে যাওয়াও এই রোগের একটি প্রধান সমস্যা। এ ছাড়াও জ্বর ও দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে লিভারের বিশেষ যত্ন নিতে নয় নইলে প্রাণঘাতী হয়ে পড়ে এই রোগ।

এই রোগ থেকে বাঁচতে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রচুর পরিমাণে মুসম্বি বা বাতাবি লেবুর রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এ ছাড়াও কোনও গরম জিনিস খাবারে নিষেধ থাকে।

যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চললে বা বাইরের যে কোনও জল না খেলে এই রোগ থেকে বাঁচা সম্ভব।

Share this article
click me!

Latest Videos

'অভিশাপে এরা গলে গলে মরবে' শুভেন্দুর আগুন ঝরানো ভাষণ | RG Kar Protest
'পুজো হবে, উৎসব নয়' মমতাকে হুঁশিয়ারি দিয়ে আর যা বলে দিলেন দেবশ্রী | Debasree Chaudhuri | RG Kar News
'এদের তো গ্রেফতার করা উচিৎ সরিয়ে কী হবে?' রাজ্যের পুলিশের রদবদল নিয়ে প্রশ্ন সুকান্তর | R G Kar Case
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today