লকডাউনের সঙ্গমে মাতলেন গির্জার যাজক, মহিলার সঙ্গে হাতনাতে ধরা পড়লেন আপত্তিকর অবস্থায়

Published : May 23, 2020, 01:21 AM IST
লকডাউনের সঙ্গমে মাতলেন গির্জার যাজক, মহিলার সঙ্গে হাতনাতে ধরা পড়লেন আপত্তিকর অবস্থায়

সংক্ষিপ্ত

সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিত্যনতুন পাঠ পড়ানো হচ্ছে সকলকে এরই মধ্যে গির্জায় সঙ্গমে মাতলেন কেরলের এক যাজক অন্তরঙ্গ অবস্থায় হাতনাতে ধরা পড়লেন ফাদার জেমস মঙ্গলাশ্রী লকডাউনে কামের তৃষ্ণা মেটাতে গিয়ে বিপাকে যাজক    

গোটা দেশে চলছে লকডাউন। করোনার প্রকোপ থেকে বাঁচতে প্রতিনিয়ত নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। সোশ্যাল ডিস্টেন্সিং না মানলেই আইনি বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। এরই মধ্যে কামের তৃষ্ণা মেটাতে গির্জার মধ্যে সঙ্গমে লিপ্ত হলেন কেরলের এক যাজক। ফাদার জেমস মঙ্গলাশ্রী কট্টাপানার ভেল্লয়মকুড়ির এক ক্যাথলিক গির্জার ফাদার তিনি। কেরলের ইডুক্কি জেলার বাসিন্দা তিনি। 

চার্চের মধ্যে একজন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেই হাতনাতে ধরা পড়লেন জেমস মঙ্গলাশ্রী। সরকারের আদেশানুসারে, সমস্ত গির্জা বন্ধ রাখা হয়। এই লকডাউনের সুযোগ নিয়ে চার্চে সেই মহিলাকে ডেকে পাঠান ফাদার। এতেই ঘটল বিপদ। লকডাউনের মাঝে সেই মহিলার চার্চে যাওয়া কিছু মানুষের নজর কাড়ে। তারাই সেই মহিলার চার্চ অবধি পিছু নেয়। তারপরই ফাদার এবং সেই মহিলাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। 

এই মহিলার সঙ্গে দীর্ঘদিন এমন অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন ফাদার। মহিলাটি বিবাহিত। দুই সন্তানও রয়েছেন তার। এই গির্জার বিরুদ্ধে একে একে উঠে আসছে বেশ কয়েকটি অভিযোগ। ফাদার এবং সেই মহিলা ধরা পড়ার পর তাদের একটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের