Abhigya Anand: মায়ানমারের ভূমিকম্পের ২১ দিন আগেই করেছিলেন ভবিষ্যদ্বাণী, চিনুন অভিজ্ঞ আনন্দকে
Abhigya Anand: মায়ানমার ও থাইল্যান্ডে বিপর্যয় ঘনিয়ে আসার ২১ দিন আগেই অভিজ্ঞ আনন্দ নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানেই তিনি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিল ।
মায়ানমার ও থাইল্যান্ডে বিপর্যয় ঘনিয়ে আসার ২১ দিন আগেই অভিজ্ঞ আনন্দ নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানেই তিনি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিল ।
510
অভিজ্ঞ আনন্দের ঘোষণা
চলতি বছর ১ মার্চ অভিজ্ঞ আনন্দ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখনেই তিনি পূর্বাভাস দিয়েছিলেন। বলেছিলেন তিন সপ্তাহ পরে ২৮ বা ২৯ মার্চ কেঁপে উঠবে মায়ানমারের মাটি।
610
অভিজ্ঞের পরিচিতি
কর্ণাটকের বাসিন্দা অভিজ্ঞ আনন্দ। জ্যোতিষী হিসেবে তাঁর পরিচিত রয়েছে। মাত্র ৭ বছরেই ভগবত গীতা কণ্ঠস্থ রয়েছে।
710
সংস্কৃত চর্চা
অল্প বয়স থেকেই সংস্কৃত চর্চা শুরু করা হয়। মা তাঁকে উৎসাহিত করতেন।
810
সংস্কৃত চর্চা
অল্প বয়স থেকেই সংস্কৃত চর্চা শুরু করা হয়। মা তাঁকে উৎসাহিত করতেন।
910
পড়াশুনা
১১ বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তিনি। ১২ বছর বয়সে বাস্তুশাস্ত্রে স্নাতকের ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে প্রজ্ঞা জ্যোতিষ নমের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখন তিনি পড়ান।
1010
ভবিষ্যদ্বাণী
কোভিড হওয়ার আগেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। অভিজ্ঞ আনন্দ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন।