বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর নিয়ে হামলা চলল। মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলার ঘটনা ঘটল। বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হল পাথর।
১. ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করলেন আসানসোলের তৃণণূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন 'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা করেন তিনি। সেইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গে রাহুলের ভারত জোড়ো যাত্রার তুলনাও করেন শত্রুঘ্ন সিনহা।
২. বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর নিয়ে হামলা চলল। মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলার ঘটনা ঘটল। বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হল পাথর। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর ছোঁড়া হয় বলে দাবি যাত্রীদের। বন্দে ভারত এক্সপ্রেসের সি ১১ কামরায় এই হামলা চলে। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলার ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।
৩. যোশীমঠের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই ধ্বংসযজ্ঞের আশঙ্কার মধ্যে শঙ্করাচার্য মঠেও অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, যার কারণে ক্রমশ ঝুঁকি বাড়ছে। মঠের লোকজনের মতে, গত ১৫ দিনে এসব ফাটল বেড়েছে। এই বিপর্যয়ের কারণ হিসেবে উন্নয়নকেই দায়ী করেছেন মঠের প্রধান স্বামী বিশ্বপ্রিয়ানন্দ। শুধু তাই নয়, এখানে শিব মন্দিরগুলো ডুবতে শুরু করেছে এমনকি শিবলিঙ্গেও ফাটল দেখা দিয়েছে, যা ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে।
৪. রাজধানীতে ১-এর ঘরে নামল তাপমাত্রা। রবিবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল দিল্লী। কয়েকদিন আগে দিল্লীর বেশ কিছু এলাকায় ২.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। আজ তাপমাত্রার পারদ আরও নামল। রাজধানীর বেশ কিছু অঞ্চলে ১.৯ ডিগ্রিতে পৌঁছেছে। দিল্লীর সফদরজং-এ আজ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৭ ডিগ্রি কম। গত দশবছরের রেকর্ড তাপমাত্রার পতন।
৫. ভারত জোড়ো যাত্রা আরও একবার দিল্লি ও উত্তরপ্রদেশ হয়ে হরিয়ানায় পৌঁছেছে। কংগ্রেসের এই সফরের ১১৮ তম দিনে হরিয়ানায় সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী। নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছিলেন যে সেই রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি যাঁকে আপনি আগে চিনতেন। রাহুল গান্ধী বলেন যে তিনি ঠান্ডায় টি-শার্ট পরেছেন বলে কেউ তাকে কী ভাবেন তাতে তার কিছু যায় আসে না। রবিবার সন্ধ্যায় হরিয়ানার কুরুক্ষেত্রে পৌঁছেছে ভারত জোড়ো যাত্রা। কুরুক্ষেত্রে রাহুল গান্ধী ব্রহ্ম সরোবরে আরতি করেন।
৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে আয়োজিত প্রবাসী ভারতীয় দিবসের ১৭তম সংস্করণের উদ্বোধন করবেন। বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসরত ভারতীয় প্রবাসীরা এই কর্মসূচিতে অংশ নিতে ইন্দোরে পৌঁছেছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী এবং সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি। ৭০টি দেশে বসবাসকারী প্রায় সাড়ে তিন হাজার এনআরআই এই প্রোগ্রামের জন্য নিজেদের রেজিস্ট্রেশন করেছে।
৭. এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার পর কঠোরতা দেখিয়ে এয়ার ইন্ডিয়াকে নোটিশ জারি করেছে ডিজিসিএ। কেবল প্রস্রাব করার বিষয় নয়, এমন অনেক পরিস্থিতি রয়েছে যা একজন ব্যক্তিকে নো-ফ্লাই তালিকায় রাখতে পারে। নির্দেশিকাটি ২০১৭ সালে তৈরি করা হয়েছিল ফ্লাইটের সময় যাত্রীদের ভুল আচরণ রোধ করতে কেন্দ্রীয় সরকার ২০১৭ সালে একটি নির্দেশিকা জারি করেছিল।
৮. সিপিএমের শাখা সংগঠনের হোর্ডিংয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কেরলের সিপিএমের নারী সংগঠন 'সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি'র জাতীয় সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি দেওয়ায় 'দেশদ্রোহিতা'র অভিযোগ তুলছে বিজেপি। অন্যদিকে 'আন্তর্জাতিকতাবাদ'-এর প্রশ্নে সিপিএমকে বিঁধল কংগ্রেস।
৯. প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার ভোর ৫টা নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত বছরের ডিসেম্বর মাসেই হাত ভেঙে যায় তাঁর। তারপর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে।