বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক বিজেপির মৈথিলী ঠাকুর! জানুন ২৫-এর তন্নীর কোটি টাকার সম্পত্তির খবর

Published : Nov 14, 2025, 03:14 PM IST

কুমারের দল জেডিইউ একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু এবার বিহার বিধানসভা নির্বাচন রীতিমত নজর কেড়েছে মাত্র ২৫ বছরের এক প্রার্থী মৈথিলী ঠাকুর। 

PREV
16
বিহারে গেরুয়া ঝড়

টানা ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে নীতিশ কুমার। বিহারে এবারও গেরুয়া ঝড়। একের পর এক আসনে জয়ী হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। নীতিশ কুমারের দল জেডিইউ একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু এবার বিহার বিধানসভা নির্বাচন রীতিমত নজর কেড়েছে মাত্র ২৫ বছরের এক প্রার্থী মৈথিলী ঠাকুর।

26
মৈথিলী ঠাকুর

আলিনগরের বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর। মাত্র ২৫ বছরেই তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি-র বর্ষীয়ান নেতা রমেশ চৌধুরী। তবে মৈথিলী অনেকটাই এগিয়ে গিয়েছেন। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি জিতলে আলিনগর-এর নাম সীতানগর হবে।

36
বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক!

মৈথিলী ঠাকুর যদি এই লড়াইয়ে জেতেন তাহলে তিনি বিহারে তৈরি করবেন নতুন একটি ইতিহাস। কারণ তিনি হতে চলেছেন বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক। সঙ্গীতশিল্পী থেকে রাজনীতি হয়ে উঠেছেন মৈথিলী ঠাকুর।

46
গায়িকা থেকে রাজনীতিবিদ

মৈথিলী ঠাকুর বিহারের মধুবনীর বেনীপাতির বাসিন্দা। ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তি সঙ্গীত শিল্পী। বিহারে জনপ্রিয় লোকগায়িকা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। জাতীয় স্তরের রিয়্যালিটি শোতে অংশ নেন তিনি। দেশে ও বিদেশের ১২টি ভাষায় সুফি ঘখরানার লোকসঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন।

56
বিশাল সম্পত্তির মালকিন

মাত্র ২৫ বছর বয়সেই বিশাল সম্পত্তির মালিক মৈথিলী ঠাকুর। নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি টাকা। তাঁর গয়নার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ৩ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে। প্রায় ৯০ লক্ষ টাকা দিয়ে একটি জমির অর্ধের মালিকানা রয়েছে তাঁর নামে।

66
আয়ের উৎস

মৈথিলী ঠাকুরের আয়ের মূল উৎসই হল সঙ্গীত। তিনি বিভিন্ন অনুষ্ঠানে লোকসঙ্গীত আর ভজন গেয়ে থাকেন। সোশ্যাল মিডিয়া আর ব্র্যান্ডএনডোর্সমেন্টের মাধ্যমেও আয় করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের ওপর একটি ডিগ্রিও রয়েছে তাঁর।

Read more Photos on
click me!

Recommended Stories