
Salary of IAS Officers: রাজ্য হোক বা কেন্দ্র, যে কোনও সরকার পরিচালনা করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমলারা। রাজ্যে যেমন ডব্লুবিসিএস অফিসাররা (WBCS Officer) আছেন, তেমনই আইএএস অফিসাররাও (IAS Officer) আমলারাও আছেন। জেলাশাসক (District Magistrate), বিভিন্ন মন্ত্রক বা দফতরের সচিব হিসেবে আইএএস অফিসারদের নিয়োগ করা হয়। এত গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকার কারণে আইএএস অফিসারদের বেতন ও সুযোগ-সুবিধা যেমন বেশি হয়, তেমনই তাঁদের প্রভাবও বেশি থাকে। আইএএস হওয়া অত্যন্ত কঠিন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তারপর শুরু হয় প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পরেই নিয়োগ করা হয়। ধাপে ধাপে আইএএস অফিসারদের পদোন্নতি হয়। একইসঙ্গে বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়।
প্রশিক্ষণ শেষে আইএএস অফিসারদের প্রথমে সহকারী কালেক্টর বা মহকুমা শাসক হিসেবে নিয়োগ করা হয়। সেই সময় তাঁদের বেতন হয় ৫৬,১০০ টাকা। এরপর পদোন্নতি হলে বেতন হয় ৬৭,৭০০ টাকা। জেলাশাসকের বেতন ৭৮,৮০০ টাকা। কোনও মন্ত্রক বা দফতরের সচিব হলে বেতন লক্ষাধিক টাকা হয়। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের বেতন ১,৮২,২০০ টাকা। প্রধান সচিবের বেতন ২,০৫,৪০০ টাকা। মুখ্য সচিবের বেতন ২,২৫,০০০ টাকা। ক্যাবিনেট সচিবের বেতন ২,৫০,০০০ টাকা।
আইএএস অফিসাররা মোটা অঙ্কের বেতন ছাড়াও বাড়ি ভাড়া হিসেবে ভাতা, মহার্ঘ ভাতা (Dearness Allowance), ভ্রমণ ভাতা (Travel Allowance), চিকিৎসা ভাতা (Medical Allowance), পরিবহণ ভাতা (Transport Allowance) পান। এছাড়া সরকারি গাড়ি, নিরাপত্তারক্ষী-সহ আরও অনেক সুযোগ-সুবিধা পান আইএএস অফিসাররা। তাঁরা কাজের সূত্রে দেশের যে কোনও জায়গায় গেলে সরকারি আবাসনে থাকার সুবিধা পান। জল, বিদ্যুৎ, ফোনের সুবিধাও পান আমলারা। তাঁরা সরকার পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। তাই আমলাদের প্রভাবও অত্যন্ত বেশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।