আগস্টের কোন ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে জেনে নিন

এ বছর আগস্ট মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত কোনো কাজে যাওয়ার আগে ব্যাঙ্কের ছুটির দিন গুলো আগে থেকে জেনে রাখুন।

Senjuti Dey | Published : Jul 30, 2022 4:51 AM IST / Updated: Jul 30 2022, 10:28 AM IST

আগস্টে আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনাকে তার জন্য তালিকা তৈরি করতে হবে। কারণ আগস্টে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে আরবিআই। এবছর আরবিআই ব্যাঙ্কের ছুটিকে তিনটি বিভাগে ভাগ করেছে। ২০২২ সালের আগস্টে, ব্যাঙ্ক ১৩ দিনের জন্য বন্ধ থাকবে (২০২২ সালের আগস্টে ব্যাঙ্ক ছুটির দিন)। আরবিআই বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক গুলির ছুটির তালিকাও প্রকাশ করেছে। আপনি যদি আগস্ট মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ করতে যাবেন বলে ভাবছেন, তাহলে এই খবরটি অবশ্যই পড়বেন। আপনার ডায়েরিতে আপনার কাজটি নোট করে নিন এবং সময়মতো কাজটি সম্পূর্ণ করুন। এবার আগস্টে বিভিন্ন রাজ্যে ১৩ দিনের ছুটি রয়েছে। সেজন্য আপনার রাষ্ট্রীয় ছুটি জেনে নিয়ে এবং সেই অনুযায়ী ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ব্যাঙ্ক হলিডে 


লিস্টকে তিনটি বিভাগে ভাগ করেছে। এর মধ্যে রয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্ট। অর্থাৎ জাতীয় ছুটির পাশাপাশি কিছু রাজ্যে বিশেষ ছুটিও রয়েছে। এর মধ্যে রয়েছে রবিবারের ছুটি, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি। 

আরও পড়ুনঃ 

আপনার কাছে এই ধরণের ৫০০ টাকার নোট থাকলে সাবধান, বাতিল হতে পারে টাকা'

Biggest Bank Fraud: ১৭ ব্যাঙ্কের গোষ্ঠীর কাছ থেকে ৩৪৬১৫ কোটি টাকার ঋণ, কোথায় অর্থ সরাল ডিএইচএফএল

৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, বাড়ছে হোম লোনে সুদের হার, ফিক্সড ডিপোজিটে ভালো রিটার্নের আশা

আগস্ট মাসে ব্যাঙ্কের ছুটির দিন

আগস্ট ১- দ্রুপাকা শে-জি উৎসবের কারণে গ্যাংটকে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ আগস্ট- রবিবার, সাপ্তাহিক ছুটির কারণে সারাদেশে ব্যাঙ্ক ছুটি।
৮ আগস্ট - মহরম (আশুরা) উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ।
৯ আগস্ট - চণ্ডীগড়, দেরাদুন, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, পানাজি, শিলং, সিমলা, তিরুবনন্তপুরম এবং শ্রীনগর ছাড়া দেশের বাকি অংশে মহরম (আশুরা) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
১১ আগস্ট - রাখী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৩;আগস্ট - মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ আগস্ট - রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৫ আগস্ট- স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ আগস্ট - পার্সি নববর্ষ উপলক্ষে মুম্বাই এবং নাগপুরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ আগস্ট - জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ আগস্ট - রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৮ আগস্ট - রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৩১ আগস্ট - গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে ব্যাঙ্ক ছুটি থাকবে।

Read more Articles on
Share this article
click me!