আশার আলো জ্বালিয়েও তা নিবে গেল মুহূর্তে, জামিন পেয়েও জেলেই থেকে গেলেন লালু

Published : Oct 09, 2020, 01:02 PM ISTUpdated : Oct 09, 2020, 02:49 PM IST
আশার আলো জ্বালিয়েও তা নিবে গেল মুহূর্তে, জামিন পেয়েও জেলেই থেকে গেলেন লালু

সংক্ষিপ্ত

পশুখাদ্য কেলেঙ্কারিতে দীর্ঘ সময় ধরেই জেলে লালুপ্রসাদ এই কেলেঙ্কারির দুটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে  এর একটি হল চাইবাসা ট্রেজারি মামলা  অন্যটি হল দুমকা ট্রেজারি মামলা 

বিহার নির্বাচনের মুখে কিছুটা হলেও হাসি ফুঁটেছিল রাষ্ট্রীয় জনতা দলের মুখে। কিন্তু, তা  আর স্থায়ী হল না। কারণ, ঝাড়খণ্ড হাইকোর্ট লালুপ্রসাদ যাদব-কে চাইবাসা মামলায় জামিন দিলেও দুমকা ট্রেজারি মামলায় জামিন এখনও স্থগিত রেখেছে। ফলে, জেল থেকে বের হওয়াটা ঝুলে গেল লালুপ্রসাদের। 

শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে ৯৫০ কোটি টাকার চাইবাসা ট্রেজারি কেলেঙ্কারির মামলায় লালু-র জামিনের বিষয়টির শুনানি শুরু হয়। ১৯৯২-৯৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে পশুখাদ্য-র জন্য থাকা অর্থের মধ্যে থেকে ৩৩.৬৭ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। এই ঘটনার সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সিবিআই তদন্তে জানা যায়, বেআইনিভাবে এই অর্থ তোলা শুধু হয়নি, সেই অর্থ সরকারি কোনও খাতে না গিয়ে কিছু রাজনৈতিক নেতার পকেটে গিয়েছে। সিবিআই তদন্তে এই আর্থিক কেলেঙ্কারিতে দুর্নীতি সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। 

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট