সম্প্রতি মহারাষ্ট্রে একাধিক রাজনৈতিক নেতার ব্যাগ, হেলিকপ্টারে তল্লাশি চালানোর ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্যাগেও তল্লাশি চালানো হল।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের তল্লাশি অভিযানে নির্বাচন কমিশন। শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্যাগে তল্লাশি চালানো হল। তল্লাশি চলাকালীন কোনওরকম বাধা দেননি রাহুল। তিনি হেলিকপ্টারের পাশেই দাঁড়িয়েছিলেন। নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন দেখে সেখানে থাকা কংগ্রেস নেতাদের দিকে এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে থাকেন রাহুল। রাহুলের ব্যাগ তল্লাশি ঘিরে মহারাষ্ট্র ও জাতীয় রাজনীতিতে ফের বিতর্ক তৈরি হল। শুক্রবারই কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়, ঝাড়খণ্ডে রাহুলের হেলিকপ্টার উড়তে বাধা দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, বিধিনিষেধের জেরে রাহুলের হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। এর ফলে তাঁর জনসভাগুলিতে বিলম্ব হয়। জনসভা বাতিলও করতে হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবিও করে কংগ্রেস। পরের দিনই মহারাষ্ট্রে রাহুলের ব্যাগ তল্লাশি করা হবে।
রাজনৈতিক নেতাদের ব্যাগ তল্লাশি ঘিরে বিতর্ক
সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক রাজনৈতিক নেতার ব্যাগ, হেলিকপ্টারে তল্লাশি চালানোর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটের নেতাদের দাবি, শুধু তাঁদের ব্যাগ, হেলিকপ্টারেই তল্লাশি চালানো হচ্ছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে দাবি করেন, তাঁর জিনিসপত্র তল্লাশি করা হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতাদের ব্যাগে তল্লাশি চালানো হবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। পাল্টা বিজেপি নেতারা দাবি করেন, নির্বাচন যাতে অবাধ ও স্বচ্ছ হয়, সেটা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
এনডিএ নেতাদের ব্যাগও তল্লাশি
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এনসিপি নেতা অজিত পাওয়ারের ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে। এই ভিডিও শেয়ার করে বিরোধীদের অভিযোগের জবাব দিয়েছে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন, নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি
রাহুল গান্ধীর ‘বশংবদ মহারাজা’ মন্তব্যে রাজবংশীয়দের তীব্র প্রতিক্রিয়া
'নরেন্দ্র মোদীকে অপছন্দ করি না আমি, শুধু...' আমেরিকায় বসে নিজের মনের কথা বলে ফেললেন রাহুল