ভোটার কার্ডের খারাপ ছবিতে নিজেকে নিজেই চিনতে পারছেন না? সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বদলে ফেলুন ছবি

ভাল লাগছে না ভোটার কার্ডে থাকা পুরনো ছবি? মনের মতো ফটো দিন বাড়িতে বসেই। এরকম সুযোগ পেলে মন্দ কী, তাই না! এরকম সুযোগ এসেছে এবার। জেনে নিন কীভাবে ভোটার কার্ডে থাকা পুরোনো খারাপ ছবি বদলে ফেলবেন বাড়িতে বসে।

Parna Sengupta | Published : Jan 7, 2024 9:40 AM IST
17

অনলাইনের যুগে কী হয় না বলুন তো! তাই চটপট বাড়িতে বসেই পাল্টে ফেলুন আপনার ভোটার কার্ডের খারাপ ছবি। আর মনের মতো ছবি দিয়ে সাজিয়ে ফেলুন ভোটার কার্ড। সচিত্র পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এই নথিতে আপনার পরিষ্কার ও সঠিক ছবি থাকা বাঞ্ছনীয়।

27

যদিও এখন বেশিরভাগ জায়গায় আধার কার্ডেরই প্রয়োজন পরে। কিন্তু ভোটার হিসেবে পরিচয় দিতে কিন্তু আপনাকে এই ভোটার কার্ডটিকেই দেখাতে হবে। এমন পরিস্থিতিতে ভোটার কার্ডে আপনার ফটো আপডেট অনলাইনেই করে নিন। দেখে নিন কীভাবে করবেন।

37

প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.nvsp.in/ । হোম পেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন। ভোটার আইডিতে Correction-এ ক্লিক করুন। এখন ভোটার আইডি নম্বর লিখুন। যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে, তাহলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন।

47

এখন Next বাটনে ক্লিক করুন। এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে। এবার ফটোতে ক্লিক করুন। এখন আপলোড ফটোতে ক্লিক করুন। এবার Submit বাটনে যান। আপনার আবেদন জানানোর প্রক্রিয়াটি এবার সুসম্পন্ন হল। এবার স্টেটাস চেক করতে আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক ট্যাবে যেতে পারেন।

57

তবে কিছু বিষয় মাথায় রাখুন। পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্রের প্রয়োজন পড়বে। ফটো আপডেট করার প্রক্রিয়াটি প্রায় ১৫-৩০ দিন সময় নেয়। তাই আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে।

67

এছাড়াও ছবির আকার ৩.৫ সেমি x ৪.৫ সেমি হতে হবে। ছবির রেজোলিউশন ৩০০ ডিপিআই-এর বেশি হওয়া উচিত। ফটোতে আপনার মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে।

77

ভোটার আইডি কার্ডে আপনার অন্য কোনও তথ্য আপডেট করার প্রয়োজন হলে, আপনি ভোটার আইডি ট্যাবে Correction-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos