নিউইয়ার পার্টি না বিভীষিকা, বিজনেস টাইকুনের ফার্মহাউসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ৬

Published : Jan 01, 2020, 12:28 PM IST
নিউইয়ার পার্টি না বিভীষিকা, বিজনেস টাইকুনের ফার্মহাউসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ৬

সংক্ষিপ্ত

নিউইয়ার পার্টিতে ভয়াবহ দুর্ঘটনা ভেঙে পড়ল একটি লিফট কমপক্ষে ছয়জন মৃত মধ্যপ্রদেশের ইন্দোরের পাতালপানি এলাকার ঘটনা  


ছিল নিউইয়ার পার্টি। তাই হয়ে উঠল বিভীষিকা। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের পাতালপানি এলাকায় বিজনেস টাইকুন পুণিত আগরওয়াল, তাঁর ফার্ম হাউসে বর্ষশেষের পার্টি দিয়েছিলেন। সেখানেই ভেঙে পড়ল একটি লিফট। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নববর্ষের প্রাক্কালে পুণিত আগরওয়ালের ফার্ম হাউসের ওই পার্টিতে তাঁর পরিবারের সকল সদস্য এবং আরও বেশ কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে ওই বিজনেস টাইকুন পার্টিতে যোগ দেওয়ার জন্য লিফটে চড়ে নেমে আসছিলেন। সেই সময়ই লিফটের বেল্ট ছিঁড়ে যায় এবং লিফটি নিচে ভেঙে পড়ে যায়।

ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মিনা জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সেই সঙ্গে পার্টিতে উপস্থিত আরও অনেকে আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এক সূত্রের খবর, আহতদের মধ্যে পুণিত আগরওয়াল এবং তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন। ঘটনার পরই হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

২ ঘণ্টা ধরে ট্রেনের টয়লেট লক করে কী করছিল এই ছেলে ও মেয়েটি! দরজা খুলতেই... দেখুন ভিডিও
কয়েক বছরের পুরোনো গ্রাহকদের কড়কড়ে ২ লক্ষ টাকা দেবে এসবিআই! কীভাবে পাবেন, জানেন?