Live Yoga Day 2021- আসছে এবার বিশ্ব যোগ অ্যাপ, দেশ জুড়ে সাড়ম্বরে পালিত যোগ দিবস

সংক্ষিপ্ত

আজ বিশ্ব যোগ দিবস। অতিমারিরর এই সঙ্কটকালে এই নিয়ে দ্বিতীয় বার এমন হল যে প্রকাশ্যে যোগ দিবসে কোনও অনুষ্ঠান করা গেল না। ২০২০ সালের যোগ দিবসেও সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। এবারও তার অন্যথা হয়নি। প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব-স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারত এম-যোগ অ্যাপ তৈরি করছে। যার লক্ষ্য হল ওয়ান ওয়ার্ল্ড-ওয়ান হেল্থ। 
 

10:13 AM (IST) Jun 21

বিশ্ব যোগ দিবসে এক অন্যন্য উপস্থাপনা

বিশ্ব যোগ দিবসে দেশের শিল্পীদের নিবেদন, যা তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

10:10 AM (IST) Jun 21

অতিমািরির মধ্যে আশার আলো দেখাচ্ছে যোগ- প্রধানমন্ত্রী

10:09 AM (IST) Jun 21

বিশ্ব সুস্বাস্থ্যের কামনায় মোদীর বার্তা

10:05 AM (IST) Jun 21

শরীরকে সুস্থ রাখার জন্য যোগের বিকল্প নেই- প্রধানমন্ত্রী

10:04 AM (IST) Jun 21

শ্বাস-প্রশ্বাস-কে সাবলিল করতে কোন যোগ ভালো, প্রধানমন্ত্রী দিলেন পরামর্শ

10:02 AM (IST) Jun 21

বিশ্ব যোগ অ্যাপ-এর ঘোষণা প্রধানমন্ত্রীর