লকডাউন ৩.০-তে কী কী পরিষেবা খুলছে, কী কী থাকছে বন্ধ, দেখে নিন একনজরে

আরও একবার বাড়ল লকডাউনের মেয়াদ

তবে এইবার গত দুইবারের থেকে কিছুটা কড়াকড়ি কম

জোনের উপর নির্ভর করছে লকডাউনের কঠোরতা

কী কী পরিষেবা খুলছে, আর কী কী খুলছে না, দেখে নিন

amartya lahiri | Published : May 1, 2020 2:36 PM IST / Updated: May 01 2020, 08:28 PM IST

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশব্যাপী লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানোর কথা ঘোষণা করল। তবে লকডাউন ৩.০ আগের দুইবারের মতো আঁটোসাঁটো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুসারে, কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ সংক্রমণের হার অনুযায়ী যে দেশকে যে লাল, সবুজ আর কমলা রঙের তিন জোন বা অঞ্চলে ভাগ করেছে, সংশ্লিষ্ট জেলা তার মধ্যে কোন জোনে পড়ছে, তা অনুযায়ী সেখানে সেই জেলায় লকডাউন ৩ কতটা কঠোর হবে তা নির্ভর করবে। তবে প্রত্যেক সপ্তাহে এই তিন রঙের জোনে কতটা পরিবর্তন এল তা আপডেট করা হবে।

এবার দেখে নেওয়া যাক জোন অনুযায়ী লকডাউন ৩.০-তে কী কী পরিষেবা খুলবে -

রেড জোন (যে জেলাগুলিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ইত্যাদির আশঙ্কাজনকভাবে বেশি)

অরেঞ্জ জোন (যে জেলাগুলি, রেড বা গ্রিন কোনও জোনেই নেই)

গ্রিন জোন (যে জেলাগুলিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা শূন্য, অথবা গত ২১ দিনে নতুন রোগীর সন্ধান মেলেনি)

লকডাউন ৩.০ এ কী কী বন্ধ থাকবে

Share this article
click me!