এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র বড় হাতিয়ার অযোধ্যার রাম মন্দির। এবার সেই মন্দির নিয়েই গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করল কংগ্রেস।
এবারের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে অযোধ্যার রাম মন্দির শুদ্ধ করবে কংগ্রেস। এমনই দাবি করলেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। তিনি বলেছেন, ‘আমরা ক্ষমতায় এলে রাম মন্দির পরিশুদ্ধ করব।’ নরেন্দ্র মোদীকে আক্রমণ করে পাটোলের দাবি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন ঠিকমতো আচার-অনুষ্ঠান পালন করা হয়নি। এই কারণেই রাম মন্দির শুদ্ধ করবেন তাঁরা। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতির আরও দাবি, সনাতন ধর্মের ৪ জন শঙ্করাচার্য অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের ডেকেই অযোধ্যার রাম মন্দির শুদ্ধ করা হবে বলেও জানিয়েছেন পাটোলে। তাঁর এই দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পাটোলেকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। আদালতে রাম মন্দিরের বিরোধিতা এবং উদ্বোধন বয়কট করা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি।
রাম মন্দির নিয়ে কংগ্রেসকে কটাক্ষ বিজেপি-র
সোশ্যাল মিডিয়া পোস্টে গেরুয়া শিবিরের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি বলেই কি রাম মন্দিরের শুদ্ধিকরণ করতে চাইছে কংগ্রেস? ভালো কথা, কংগ্রেস কবে থেকে রাম মন্দির বিশ্বাস করতে শুরু করল? ওরা আদালতে হলফনামা দিয়ে বলেছিল, প্রভু শ্রী রামের অস্তিত্ব নেই। রাম মন্দির নিয়ে আদালতের রায়ের বিরোধিতা করার জন্য সেরা আইনজীবীদের নিয়োগ করেছিল কংগ্রেস।’
রাম দরবার প্রতিষ্ঠার পরিকল্পনা পাটোলের
পাটোলের দাবি, এখন অযোধ্যার রাম মন্দিরে রাম দরবার নেই। কংগ্রেস ক্ষমতায় এলে রাম দরবার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমান রাম মন্দির যেভাবে তৈরি করা হয়েছে, সেটা নিয়েও আপত্তি জানিয়েছেন পাটোলে। তাঁর দাবি, রামের আসল মূর্তি অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। মোদী আইন বা নীতি মেনে কাজ করছেন না বলেও দাবি করেছেন পাটোলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
“রাম মন্দির বেকার” নির্বাচনের আগে রামগোপালের মন্তব্যে আগুন! তোলপাড় দেশ
Narendra Modi: অযোধ্যার রাম মন্দিরে বিশেষ পুজো নরেন্দ্র মোদীর, সঙ্গে যোগী আদিত্যনাথ