কোটি কোটি টাকার মালিক অখিলেশ ও ডিম্পল, রাইল যাদব দম্পত্তির সম্পত্তির চুলচেরা হিসেব

Published : Apr 26, 2024, 05:05 PM ISTUpdated : Apr 26, 2024, 09:26 PM IST

লোকসভা নির্বাচনে লড়াইয়ে সামিল দেশের সবথেকে আলোচিত দম্পতি অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব। উত্তর প্রদেশের প্রার্থী তাঁরা। দুজনেই নির্বাচনী হলফনামায় তাঁদের সম্পত্তির কথা জানিয়েছেন। 

PREV
110
অখিল ও ডিম্পল প্রার্থী

উত্তর প্রদেশের কনৌজের প্রার্থী অখিলেশ যাদব। স্ত্রী ডিম্পল যাদব প্রার্থী মৈনপুরীর।

210
নির্বাচনী হলফনামা দাখিল

নির্বাচনী হলফনামায় দুজনেই তাঁদের সম্পত্তির হিসেব দাখিল করেছেন। সেখানে নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্যও দিয়েছেন।

310
যাদব দম্পতির মোট সম্পদ

নির্বাচন হলফনামা অনুযায়ী অখিলেশ যাদবের ২৬.৩৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে ঘোষণা করেছে। স্ত্রী ডিম্পল জানিয়েছেন ১৫ কোটি টাকার মালিক

410
যাদব দম্পতির মোট সম্পত্তি

নির্বাচনী হফলনামা অনুযায়ী যাদব দম্পত্তির মোট ৪১ কোটি টাকা সম্পদের মালিক।

510
অস্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা দেওয়া তথ্য অনুযায়ী অখিলেশ যাবদের অস্থাবর সম্পত্তি ৯.১২ কোটি টাকা। স্ত্রী ডিম্পল যাদবের অস্থাবর সম্পত্তি ৫.১ কোটি টাকা।

610
যাদব দম্পত্তির স্থাবর সম্পত্তি

নির্বাচনী কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী অখিলেশের স্থারব সম্পত্তি ১৭.২২ কোটি। স্ত্রী ডিম্পলের ১০.৪৪ কোটি।

710
নগদের পরিমাণ অখিলেশের

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের হাতে রয়েছে ২৫.৬১ লক্ষ টাকা নগদ। ৫.৪১ কোটি ব্যাঙ্ক ভল্টের কথা ঘোষণা করেছেন।

810
ডিম্পলের নগদের পরিমাণ

ডিম্পলের হাতে নগদ টাকা রয়েছে ৫.৭২ লক্ষ টাকা। নিজের একটি কম্পিউটার রয়েছে।

910
ডিম্পলের গয়নাগাটি

ডিম্পল যাদবের হাতে সোনা রয়েছে ২.৭৭৪ কিলোগ্রাম, বাজারমূল্য ৫৯.৫৫ লক্ষ টাকা। ২০৩ গ্রাম মুক্তো ও ১২৭.৭৫ ক্যারেট হীরা রয়েছে।

1010
দম্পত্তির আয় বৃদ্ধি

পাঁচ বছরে দম্পত্তির আয় ৬৫ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। অখিলেশ যাদবের আয় বেড়েথে প্রায় ৮৭ লক্ষ টাকা।

click me!

Recommended Stories