করোনা আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা, ভর্তি রয়েছে AIIMS হাসপাতালে

  • করোনাভাইরাসের আক্রান্ত ওম বিড়লা 
  • সংসদে তাঁর উপস্থিতি ছিল ধারাবায়িক
  • ১৯ মার্চ থেকেই আক্রান্ত মহামারিতে 
  • স্থিতিশীল রয়েছেন তিনি 
     

Asianet News Bangla | Published : Mar 21, 2021 10:48 AM IST

এবার করোনাভাইরাসে আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা। ররিবার পরীক্ষার পর তেমনই জানিয়েছে দিল্লির এইমস হাসপাতাল। একই সঙ্গে হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে গত ১৯ মার্চের পরীক্ষাতেই জানা গেছে তিনি করোনাভাইরাসোক্রান্ত। এইমস হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শরীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 


৮ মার্চ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় প্রায় প্রত্যেক দিনই তিনি উপস্থিত হয়েছিলেন। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে বাজেট অধিবেশন শুরুর সপ্তাহে শেষে থেকে ওম বিড়লার সভাপতিত্বের সংসদ দুই বিরোধী সাংসদ বৈঠকে বসেন। সেই সময় তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছিল। দুই বিরোধী নেতার মতে ওম বিড়লা বলেছিলেন জ্বালানি তেলের মূল্য়বৃদ্ধি ও কৃষি আইন সরকারের কাছে রীতিমত গুরুত্বপূর্ণ। তাঁরা জানিয়েছিলেন অর্থবিল পাশ করার বিষয় নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সৌগত রায় জানিয়েছেন অসুস্থ হওয়ার আগে ওম বিড়লার সঙ্গে তিনিও কথা বলেছিলেন। 


সংসদে বাজেট অধিবেশন আগামী ২৫ মার্চের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Share this article
click me!