
Diwali Fire Crackers: উৎসবের মরশুমে আতশবাজি ফোটানোয় কাল হল। দৃষ্টিশক্তি খোয়াতে বসেছেন অন্তত ৩০। আহত ৩০০ জনেরও বেশি। জানা গিয়েছে, বাজি পোড়াতে গিয়ে চোখে আঘাত লেগে এই ধরনের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, দীপাবলিতে 'কার্বাইড গান' বাজি ফাটাতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ, এই বাজি ফাটাতে গিয়ে শিশু সহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে মধ্যপ্রদেশে।
সূত্রের খবর, । এটি ক্যালসিয়াম কার্বাইড, গান পাউডার ও দেশলাইয়ের উপরের অংশ দিয়ে তৈরি হয়। এর মধ্যে জল দিলে ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করে, যার জেরে তীব্র বিস্ফোরণ হয়। এই ধরনের রাসায়নিক সাধারণত চাষিরা জমিতে পোকামাকড়, বাঁদড় তাড়ানোর কাজে ব্যবহার করে থাকে। বিষাক্ত এই গ্যাস মানুষের চোখে গেলে তা দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে সক্ষম। আর ঠিক এই ঘটনাটিই ঘটেছে মধ্যপ্রদেশে।
জানা গিয়েছে, এই বাজি এই বিস্ফোরণের সময় প্রচন্ড উত্তাপ তৈরি হয়। যা থেকে ছড়ায় বিষাক্ত গ্যাস। এবং টুকরোও ছিটতে পারে চোখে-মুখে। মধ্যপ্রদেশে তাই হয়েছে। সূত্রের খবর, কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন কার্বাইড গানে। অধিকাংশেরই অ্যালকালাই ইনজুরি হয়েছে, যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে। ৩০ জন দৃষ্টি হারাতে বসেছেন।
এদিকে ঘটনার খবর চাউর হতেই তড়িঘড়ি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুল্কা বলেন, ''আমরা বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়ে দেখছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাতজন শিশু। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের মতে, কার্বাইড গানে থাকা রাসায়নিক থেকে -অ্যাসিড ও অ্যালকালাই। অ্যাসিড ইনজুরি তুলনামূলকভাবে কম ক্ষতি করতে পারে, কিন্তু অ্যালকালাই ইনজুরি ভয়ঙ্কর। চোখে অ্যালকালাই আঘাত এমন ক্ষতি করে দেয় যে তা আর ঠিক করা যায় না। পরবর্তীতে যাতে আরও ক্ষতি না হয়, সেইটুুকুই চিকিৎসায় নিশ্চিত করা সম্ভব।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।