
Madhya Pradesh School: প্রাইমারি স্কুলে ক্লাসরুমে পড়ুয়াদের সঙ্গে বসে মদ্যপান করছেন শিক্ষক! তিনি পড়ুয়াদেরও মদ্যপান করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মেঝেতে বসে আছেন শিক্ষক। তাঁকে ঘিরে বসে আছে পড়ুয়ারা। শিক্ষক কাপে মদ ঢেলে দিচ্ছেন আর পড়ুয়ারা এক এক করে সেই মদ খাচ্ছে। কীভাবে মদ্যপান করতে হয়, সেই শিক্ষা দিচ্ছেন এই শিক্ষক। তিনি শিখিয়ে দিচ্ছেন, মদ খাওয়ার আগে জল মিশিয়ে নিতে হয়। এই ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলার এক সরকারি প্রাইমারি স্কুলের। পড়ুয়াদের সঙ্গে বসে মদ্যপান করা শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। জেলাশাসক দিলীপ কুমার যাদবের নির্দেশে ব্যবস্থা নিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক ও পি সিং।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আর কী ব্যবস্থা?
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেস (আচরণ) বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, নাবালকদের মদ্যপানে উৎসাহিত করা এবং শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে এক আধিকারিক বলেছেন, ''এটি পেশাগত নৈতিকতার স্পষ্ট লঙ্ঘন এবং শিক্ষাব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।' এই শিক্ষককে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার সমালোচনা করা হচ্ছে।
স্কুলের অন্য শিক্ষকদের ভূমিকা কী?
মধ্যপ্রদেশের কাটনি জেলার বারওয়ারা ব্লকের খিরহানি গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে এই ঘটনা ঘটেছে। ক্লাসরুমে বসে এই শিক্ষক যখন পড়ুয়াদের মদ্যপান করাচ্ছিলেন, তখন স্কুলের অন্য শিক্ষকরা কোথায় ছিলেন, তা স্পষ্ট নয়। অভিযুক্ত শিক্ষক কীভাবে স্কুলে মদ নিয়ে গেলেন এবং পড়ুয়াদের সঙ্গে বসে তা খাওয়ার মতো গর্হিত কাজ করতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।