
Madhya Pradesh High Court: একজন প্রাপ্তবয়স্ক মহিলা যদি কোনও বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে চান, তাহলে কোনও আইন তাঁদের বাধা দিতে পারবে না। এক হেবিয়াস কর্পাস মামলায় এমনই রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এক তরুণী বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই তরুণীর পরিবার আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানায়, বিবাহিত পুরুষের বদলে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকা উচিত। এই আর্জির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ বলেছে, ওই তরুণীর বয়স ১৮ বছরের বেশি। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ায় কার সঙ্গে থাকবেন, সে বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এক্ষেত্রে আইন বাধা হয়ে দাঁড়াবে না। তাঁরা স্বেচ্ছায় একসঙ্গে থাকতে পারেন।
এই মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বলেছে, 'ওই তরুণী যে পুরুষকে বিয়ে করতে চান, তাঁকেই তিনি বিয়ে করতে পারবেন। এক্ষেত্রে কোনও আইনই বাধা হয়ে দাঁড়াবে না। তিনি চাইলেই বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে পারবেন। তবে তাঁরা যদি বিয়ে করেন, তাহলে ওই পুরুষের প্রথম স্ত্রী মামলা দায়ে করতে পারেন।' হিন্দু আইন অনুযায়ী, প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। এই কারণেই কোনও বিবাহিত পুরুষ দ্বিতীয় বিয়ে করলে তাঁর প্রথম স্ত্রী মামলা দায়ের করতে পারেন।
তরুণীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে নিয়ে এসে আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারপতিরা বলেছেন, এই তরুণীকে বাবা-মায়ের সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না। পুলিশ যেন তাঁকে ছেড়ে দেয়। তিনি যে পুরুষের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর সঙ্গেই থাকতে পারবেন। বাবা-মা বা অন্য কেউ তাঁর এই সিদ্ধান্ত বদল করার জন্য চাপ দিতে পারবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।