Covid19 India: করোনা সংক্রামিত রোগীকে মেরে ফেলার নিদান চিকিৎসকের, ভাইরাল অডিয়োয় শোরগোল

Published : May 31, 2025, 08:20 AM IST
covid19 new variant nb181

সংক্ষিপ্ত

India News Covid Case: ভারতে বাড়ছে ফের করোনা সংক্রমণ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল চিকিৎসকের বিস্ফোরক অডিও বার্তা। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

India News Covid Case: সংক্রামক রোগীকে মেরে ফেলার বার্তা খোদ ডাক্তারের। রোগীকে সুস্থ করার বদলে একজন চিকিৎসক নিদান দিচ্ছেন তাঁকে মেরে ফেলার! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলার এক সরকারি হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধেই উঠেছে এমন চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনায় শোরগোল স্বাস্থ্য মহলে। ভাইরাল ওই অডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তরজা। একজন চিকিৎসক কীভাবে রোগী মেরে ফেলতে পারেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ওই অডিয়োটি ২০২১ সালের। যখন দেশে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। সেই সময়ই লাতুর হাসপাতালের এক চিকিৎসক করোনা সংক্রামিত এক রোগীকে চিকিৎসা করার বদলে তাঁকে মেরে ফেলার বার্তা দেন ফোনে। অডিয়োটি ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। ভয়ঙ্কর এই ঘটনায় ইতিমধ্যে দায়ের হয়েছে FIR ।

সূত্রের খবর, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম শশীকান্ত দেশপাণ্ডে। ২০২১ সালে তিনি লাতুরের উদগির সরকারি হাসপাতালের অ্যাডিশনাল ডিস্ট্রিক সার্জন ছিলেন। ওই সময়ে কৌসার ফতিমা নামক করোনা আক্রান্ত এক রোগী ভর্তি হন। চিকিৎসাধীন থাকাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সেই সময়

হাসপাতালের আরেক চিকিৎসক ডঃ শশীকান্ত দেশপাণ্ডেকে ফোন করলে তিনি রোগীর চিকিৎসার পরামর্শ দেওয়ার বদলে তিনি সাফ বলেন, ''কাউকে ঢুকতে দেবে না। ওই মহিলাকে জাস্ট মেরে ফেল।'' শুধু তাই নয়, জবাবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অক্সিজেন সাপোর্ট ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত ওই মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত ফতিমাকে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হস সেই সময় ডঃ দাঙ্গে লাঞ্চ করছিলেন। তিনি যখন ডঃ শশীকান্ত দেশপাণ্ডেকে ফোন করেন সেই সময় তার ফোনটি লাউড স্পিকারে দেওয়া ছিল। ফলে ডাক্তারের সামনে দাঁড়িয়ে থাকা ফতিমার স্বামী পুরো বিষয়টি শুনতে পান। ফোনের অপরপ্রান্ত থেকে চিকিৎসক শশীকান্ত শুনতে চেয়েছিলেন যে, আর বেড ফাঁকা আছে কী না? জবাবে ডঃ দাঙ্গে যখন 'না' বলেন, তখন ডঃ শশীকান্ত দেশপাণ্ডে জানান, করোনা আক্রান্ত ফতিমাকে মেরে ফেলার কথা।

এদিকে চলতি মাসের শুরুতে সেই ফোনকলের অডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ফোনটি। এবং অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, কোভিড-১৯ (COVID-19) বিগত দুই বছরে অনেকটা কমে এলেও, এই ভাইরাসের ভয় এখনও পুরোপুরি কাটেনি। ভারতে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা আবার সবাইকে সতর্ক করে দিয়েছে। চণ্ডীগড়ে (Chandigarh) ৪০ বছর বয়সি এক ব্যক্তির কোভিড-১৯-এ মৃত্যু এই ধারণা ভেঙে দিয়েছে যে এই রোগ এখন শুধুমাত্র বয়স্কদের বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ। চণ্ডীগড়ে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন দেশে করোনাভাইরাস সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে।

মৃত ব্যক্তি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা ছিলেন। তবে তিনি লুধিয়ানায় কর্মরত ছিলেন। শ্বাসকষ্টের কারণে তাঁকে লুধিয়ানা থেকে চণ্ডীগড়ের গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (GMCH), সেক্টর ৩২-এ পাঠানো হয়। হাসপাতালে ভর্তির দুই দিন পর মঙ্গলবার তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে এবং বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির অন্য কোনও শারীরিক সমস্যা ছিল কিনা সে বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়াও, এটিও জানানো হয়নি যে তাঁকে কোন কোভিড-১৯ ভ্যারিয়্যান্ট সংক্রমিত করেছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!