Maharashtra Election 2024: কে বসতে চলেছেন মহারাষ্ট্রের মসনদে? যা বলছে সাট্টা বাজার

শেষ হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। 

শেষ হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। সেইসঙ্গে, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনও শেষ।

ওদিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব বিধানসভার উপনির্বাচনেরও সমাপ্তি। জানা গেছে, বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ এবং ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬৭.৫৯ শতাংশ। আর নির্বাচন শেষ হতেই নজর চলে গেছে রাজস্থানের বিখ্যাত ফালোড়ি সাট্টা বাজারের দিকে।

Latest Videos

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি নির্বাচনে এই সাট্টা বাজারের অনুমান প্রায় মিলে গেছিল। বুধবার, ভোট শেষ হতেই ফালোড়ি সাট্টা বাজার ঠিক কী বলছে? তাদের অনুমান, ২৮৮ সংখ্যাবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ১৪৪-১৫২টি আসন পেতে পারে। অর্থাৎ, এই সাট্টা বাজার কার্যত, ফিফতি-ফিফটি জায়গায় অবস্থান করছে।

আর সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ত্রিশঙ্কু হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভার ফলাফল? এমনিতে, প্রতিদিন সকাল ১১টায় খোলে এই বাজার। তার একঘণ্টা আগে প্রতিদিনের হিসেবমতো একটি দর ঠিক করা হয়। আর তার উপরই দিনভর চলতে থাকে সাট্টার দরের ওঠানামা। মোটামুটি স্বাধীনতার পর থেকেই বিকেল ৫টা পর্যন্ত এই বাজার চলে আসছে।

আগে একটা সময়, এখানে সুতোর দাম নিয়ে দর ওঠানামা করত। বর্তমানে রাজনীতি থেকে খেলা, সব ময়দানেই অবাধ বিচরণ করছে এই বাজারের বুকিরা। শুধু তাই নয়, প্রশংসা করতে হবে তাদের হাতযশেরও। জানা যায়, প্রতিদিন এই বাজারের মাধ্যমেই লেনদেন হয় প্রায় কয়েকশো কোটি টাকার।

এখন দেখার বিষয়, শেষপর্যন্ত কী দাঁড়ায়। তবে শতাংশের বিচারে দেখতে গেলে মহারাষ্ট্রে ভোটদানের হার বেশ কম। ফলে, ত্রিশঙ্কু হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'নামেই পুলিশমন্ত্রী মমতা, অভিষেক পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন' বিস্ফোরক Suvendu Adhikari | BJP
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
বেলডাঙা যাত্রায় বাঁধা! চরম বচসা সুকান্ত ও পুলিশের মধ্যে, পথ অবরোধে রাজ্য সভাপতি | Sukanta Majumdar
'মমতা আইনশৃঙ্খলা মুসলিম গুন্ডাদের হাতে তুলে দিয়েছে' ফের চাঁচাছোলা মন্তব্য গিরিরাজ সিং-য়ের